যুক্তরাষ্ট্র সিরিয়ার মানবিক সংকট আরো বাড়িয়েছে
2023-02-08 20:45:38

ফেব্রুয়ারি ৮: সিরিয়া ও তুরস্কের ভয়াবহ ভূমিকম্পের পর যুক্তরাষ্ট্রের একটি আরবীয় বর্ণবৈষম্য বিরোধী কমিশন ওয়াশিংটনকে দ্রুত সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান জানিয়েছে। যাতে সিরিয়াকে সহায়তা দেওয়া যায়। তবে যুক্তরাষ্ট্র বলেছে, তারা সরাসরি সিরীয় সরকারের সঙ্গে যোগাযোগ করবে না।

এ বিষয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং আজ (বুধবার) বেইজিংয়ে এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে বলেন, সিরিয়ায় বহু বছর যুদ্ধের পর এখন ভয়াবহ ভূমিকম্প আঘাত করেছে। দেশটি গুরুতর মানবিক সংকটের মুখে পড়েছে। তবে, যুক্তরাষ্ট্র দীর্ঘসময় ধরে সিরিয়া সংকটে সামরিক হস্তক্ষেপ করে আসছে। এতে ব্যাপক সিরীয় মানুষ হতাহত হয়েছে; মানুষের জীবনের মৌলিক নিশ্চয়তা নষ্ট হয়েছে।

মুখপাত্র বলেন, বর্তমানে যুক্তরাষ্ট্রের উচিত ভৌগোলিক রাজনীতি থেকে বের হয়ে দ্রুত সিরিয়ার ওপর থেকে একতরফা নিষেধাজ্ঞা তুলে নেওয়া, যাতে মানবিক সহায়তা কাজে সুবিধা দেওয়া যায়।

(শুয়েই/তৌহিদ/জিনিয়া)