২০২২ সালে মার্কিন বাণিজ্যঘাটতি ছিল ইতিহাসের সর্বোচ্চ
2023-02-08 10:33:45

ফেব্রুয়ারি ৮: ২০২২ সালে পণ্য ও পরিষেবা খাতে যুক্তরাষ্ট্রের বাণিজ্যঘাটতি ছিল ইতিহাসের সর্বোচ্চ; ২০২১ সালের চেয়ে এ ঘাটতি ১২.২ শতাংশ বেড়ে দাঁড়ায় ৯৪.৮১ বিলিয়ন মার্কিন ডলারে। গতকাল (মঙ্গলবার) মার্কিন বাণিজ্য মন্ত্রণালয় এ তথ্য জানায়।

বিশ্লেষকরা বলছেন, গত বছর আমদানি বৃদ্ধি যুক্তরাষ্ট্রের বাণিজ্যঘাটতি বাড়িয়েছে। এদিকে, মার্কিন ফেডারেল রিজার্ভ ও বিশ্বের কয়েকটি বড় দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলো মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে সুদের হার বাড়ানোর কারণে, চলতি বছর বিশ্বে বাণিজ্যিক প্রবৃদ্ধি কমবে বলে অনুমান করা হচ্ছে। (প্রেমা/আলিম/রুবি)