শাংহাই সহযোগিতা সংস্থায় যোগ দেওয়াসংক্রান্ত এক আদেশে স্বাক্ষর করলেন ইরানের প্রেসিডেন্ট
2023-02-08 10:04:28

ফেব্রুয়ারি ৮: শাংহাই সহযোগিতা সংস্থায় যোগ দেওয়াসংক্রান্ত এক আদেশে স্বাক্ষর করেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। প্রেসিডেন্টের ওয়েবসাইটে গতকাল (মঙ্গলবার) প্রকাশিত এক বিবৃতি থেকে এ তথ্য জানা যায়।

বিবৃতিতে বলা হয়, শাংহাই সহযোগিতা সংস্থায় ইরানের যোগদানসংক্রান্ত আইন দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বাস্তবায়ন করবে। সংস্থায় যোগদান ইরানের জন্য কল্যাণকর প্রমাণিত হবে এবং ‘এক অঞ্চল, এক পথ’ উদ্যোগে তেহরানের অংশগ্রহণ বাড়াবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

উল্লেখ্য, ইরানের সংসদ গত বছরের ২৭ নভেম্বর শাংহাই সহযোগিতা সংস্থায় দেশটির যোগদান অনুমোদন করে একটি বিল পাস করে। আর চলতি বছরের ২৮ জানুয়ারি ইরানের সংবিধানের গার্ডিয়ান কাউন্সিলও বিলটি অনুমোদন করে।

(তুহিনা/আলিম/শুয়েই)