চীনের একাধিক উদ্ধারকারী দল তুরস্কে
2023-02-08 19:42:00


ফেব্রুয়ারি ৮: সম্প্রতি তুরস্কের ভয়াবহ শক্তিশালী ভূমিকম্প কবলিত অঞ্চলের জনগণকে সহায়তা দিতে চীনের একাধিক উদ্ধারকারী দল ইতোমধ্যে দেশটিতে পৌঁছেছে বা বিমানে করে যাচ্ছে। তারা অনেক উদ্ধার সরঞ্জাম সঙ্গে নিয়েছেন। দলগুলো দ্রুত উদ্ধার কাজ শুরু করবে।


বেইজিং সময় মঙ্গলবার রাত ১০টায় চীনের উদ্ধারকারী দল বেইজিং থেকে রওয়া হয়। ১০ ঘণ্টা বিমান উড্ডয়নের পর তারা তুরস্ক সময় বুধবার ভোর সাড়ে ৪টায় তুরস্কে পৌঁছান। এ দলের মোট সদস্য ৮২জন; তাঁরা ২০ টন উদ্ধার ও চিকিত্সা-বিষয়ক সরঞ্জাম ও সামগ্রী নিয়ে এসেছেন।


এ ছাড়া, চীনের রাম ইউনিয়ন রেসকিউ টিম, ব্লু-স্কাই রেসকিউ টিম-সহ একাধিক চীনা উদ্ধারকারী দল তুরস্কে কাজ করবে।


উল্লেখ্য, ৬ ফেব্রুয়ারি তুরস্কে একাধিক শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে তুরস্ক ও সিরিয়ায় আট হাজারেরও বেশি লোক মারা গেছে।


(আকাশ/তৌহিদ/ফেইফেই)