‘প্রেম ইচ্ছামত হয় না’
2023-02-08 10:10:11

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী সিয়ান জি’র সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনাবো।

 

সিয়ান জি, ১৯৮৬ সালের ২২ এপ্রিল চীনের কুয়াংসি চুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের বাই স্য শহরে জন্মগ্রহণ করেন। তিনি হলেন চীনের মূল ভূভাগের একজন পপ সংগীতশিল্পী। তিনি একই সঙ্গে একজন অভিনেত্রীও বটে।

 

২০০৪ সালে সিয়ান জি ‘পরিষ্কার বাতাসে মাতাল হয়’ গানটি গেয়ে ইন্টারনেট ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন। ২০০৫ সালে তিনি তাইওয়ান প্রদেশের সংগীত কোম্পানির সঙ্গে শিল্পী হিসেবে চুক্তি স্বাক্ষর করেন। এরপর সিয়ান জি ‘ভালোবাসতে হয়’ গানটি গেয়ে সবার কাছে পরিচিত হয়ে ওঠেন।

 

বন্ধুরা, এখন শুনুন সিয়ান জি’র গান ‘প্রেম ইচ্ছামত হয় না’। গানের কথাগুলো এমন: এই বিশ্বে, অশ্রু অনেক মূল্যবান। হৃদয় ভেঙ্গে তা পাওয়া যায়। সারা জীবন এ বোঝা কাঁধে নিতে হয়। তবে অনেক ব্যথা হলেও আমি কেয়ার করি না, শুধু তোমার স্নেহ ভালোবাসা চাই। কে এই প্রেম ফিরিয়ে নিতে পারে। বিশ্বের এত প্রেম, তবে চুপচাপ থাকে।

আচ্ছা, শুনুন এই গান।

 

প্রিয় বন্ধুরা, এখন শুনুন সিয়ান জি’র গান ‘আজ কোন দিন’। গানের কথাগুলো এমন: সব আকাঙ্ক্ষা লুকিয়ে রাখি, কাউকে উল্লেখ করার দরকার নেই। চুপচাপ চেপে-লুকিয়ে রাখি। পাখি পার হওয়ার কোনো চিহ্ন নেই। তবে, তুমি আমাকে তোমার প্রেমের মধ্যে রাখো। আজ কোন দিন, আমি দৃষ্টির উষ্ণতা দিয়ে তোমাকে হাজারো কবিতা উপহার দেই। পৃথিবী পরিবর্তন হলেও কপালের এই প্রেম মুছে যায় না।

আচ্ছা, শুনুন এই গান।

 

প্রিয় বন্ধুরা, এবার যে গান আপনাদের শোনাবো, এর নাম ‘সব নদী সমুদ্রে যায়।’ গানের কথাগুলো এমন: সমুদ্রের পানি আমার রক্তে বয়ে যায়। চোখ থেকে অশ্রুর লবণাক্ত স্বাদ পাই। এই প্রেম ভেঙ্গে যায়, সমুদ্রের সঙ্গে মিলে যায়। বাস্তবতা কীভাবে মানবো! ভাগ্যের কাছে নতি স্বীকার করতে চাই না, সব নদী সমুদ্রে যায়। আমি প্রেমের জন্য ডাকি, তবে, এই বিশ্বে শুধুই ধ্বংসাবশেষ আছে।

আচ্ছা, শুনুন এই গান।

 

প্রিয় বন্ধুরা, সুন্দর গান শুনতে শুনতে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। তবে, বিদায় নেওয়ার আগে আপনাদের শোনাতে চাই সিয়ান জি’র গাওয়া আরেকটি গান, গানের নাম ‘সরল’। আশা করি গানটি আপনাদের ভালো লাগবে।

 

শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী সিয়ান জি’র সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে।

(শুয়েই/তৌহিদ/সুবর্ণা)