চীন তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্প পরবর্তী ত্রাণ ও উদ্ধারে সহায়তা দেবে
2023-02-07 19:14:28

ফেব্রুয়ারি ৭: চীন তুরস্ক ও সিরিয়ার ভয়াবহ ভূমিকম্পের দুর্ঘটনায় নিবিড় দৃষ্টি রাখছে এবং এক্ষেত্রে যথাসাধ্য সাহায্য দেবে। আজ (মঙ্গলবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বেইজিংয়ে এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে একথা বলেছেন।

তিনি বলেন, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ইতোমধ্যে তুর্কি প্রেসিডেন্ট রেসেপ তাইপ এরদোয়ান ও সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আসাদকে শোক ও সমবেদনা-বার্তা পাঠিয়েছেন। তিনি নিহতের প্রতি গভীর শোক এবং তাদের আত্মীয়স্বজন ও আহতদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন। তিনি বিশ্বাস করেন তুরস্ক ও সিরীয় জনগণ নিশ্চয় দ্রুত দুর্যোগের প্রভাব থেকে বের হয়ে আসতে পারবে।

মুখপাত্র জানান, চীন প্রথম দফায় তুরস্ককে চার কোটি ইউয়ানেরও বেশি মূল্যের জরুরি সাহায্য দেবে। এতে হেভি সিটি রেসকিউ টিমও আছে, কয়েক ঘণ্টার মধ্যে তারা রওনা হবে। পাশাপাশি, তুরস্ককে প্রয়োজনীয় ত্রাণ সামগ্রীও পাঠাবে চীন।

চীন এখন সিরিয়ায় জরুরি ত্রাণ সামগ্রী পাঠানোর বিষয়ে  সমন্বয় কাজ করছে। পাশাপাশি, দ্রুত খাদ্য সহায়তা দেওয়া হবে।

চীনা সমাজের বিভিন্ন মহল তুরস্ক ও সিরিয়ায় সহায়তা দিচ্ছে। চীনের রেড ক্রস সোসাইটি আলাদাভাবে তুরস্ক ও সিরিয়ায়  ২ লাখ মার্কিন ডলার সহায়তা দিয়েছে। স্থানীয় প্রবাসী চীনারা তাবুসহ বিভিন্ন ত্রাণ সামগ্রী সংগ্রহ করছে। চীনের উদ্ধার ও ত্রাণদল তুরস্কের ভূমিকম্প কবলিত এলাকায় যাচ্ছে। পরবর্তীতে চীন দু’দেশের চাহিদা অনুযায়ী অব্যাহত সমর্থন দিয়ে যাবে।

মাও নিং বলেন, ভূমিকম্পের পর তুরস্ক ও সিরিয়ায় চীনের দূতাবাসগুলো দ্রুত আকস্মিক ঘটনা মোকাবিলা ব্যবস্থা চালু করেছে। ভূমিকম্পে চীনা মানুষের হতাহত হওয়ার খবর পাওয়া যায় নি।

(শুয়েই/তৌহিদ/জিনিয়া)