তুর্কিয়ে ও সিরিয়ায় জরুরি ত্রাণকাজ শুরু করেছে জাতিসংঘ
2023-02-07 10:29:10

ফেব্রুয়ারি ৭: তুর্কিয়ে ও সিরিয়ার ভূমিকম্পদুর্গতদের সাহায্যার্থে জরুরি ত্রাণকাজ শুরু করেছে জাতিসংঘ। গতকাল (সোমবার) দক্ষিণ তুর্কিয়ে ও সিরিয়ার সীমান্ত এলাকায় মারাত্মক ভূমিকম্প আঘাত হাতে। এতে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরহিস এক বিবৃতিতে বলেছেন, ভূমিকম্পদুর্গত দুটি দেশের চাহিদা বিশ্লেষণ করে, দ্রুত পর্যাপ্ত সাহায্য পৌঁছানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে জাতিসংঘ। আন্তর্জাতিক সমাজকেও তুর্কিয়ে ও সিরিয়ার ভূমিকম্পদুর্গতের সাহায্যে এগিয়ে আসতে হবে।

এদিকে, আন্তর্জাতিক অভিবাসী সংস্থা জানিয়েছে, গাজিয়ানটেপে সংস্থার গুদামে যথেষ্ঠ ত্রাণ-সামগ্রী রয়েছে। জাতিসংঘ উন্নয়ন কার্যক্রমও ভূমিকম্পদুর্গতদের জন্য প্রয়োজনীয় সাহায্য দিতে প্রস্তুত বলে জানিয়েছে।

ওদিকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-র মহাপরিচালক তেদ্রোস আদহানম বলেছেন, সংস্থার জরুরি চিকিত্সাদল শিগগিরি তুর্কিয়ে ও সিরিয়ার দুর্গত এলাকায় যাবে। (প্রেমা/আলিম/রুবি)