‘মা, একই সঙ্গে মেয়ে’
2023-02-07 19:42:18

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী হুয়াং ছি শানের সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনাবো।

হুয়াং ছি শান, ১৯৬৮ সালের ২৩ মার্চ চীনের ছুং ছিং প্রদেশে জন্মগ্রহণ করেন। তিনি হলেন চীনের মূল ভূভাগের একজন নারী কণ্ঠশিল্পী। ১৯৯১ সালে তিনি ‘ভুথুং ১০০’ নামে সঙ্গীতব্যান্ডে যোগ দিয়ে আনুষ্ঠানিকভাবে সংগীত মহলে পা রাখেন।

২০০০ সঅরে হুয়াং ছি শানের প্রথম ব্যক্তিগত অ্যালবাম ‘শুধু তুমি’ প্রকাশিত হয়। ২০০৫ সালে তাঁর প্রথম ব্যক্তিগত চলচ্চিত্র ‘উজ্জ্বল তারা’ মুক্তি পায়। ২০০৮ সালে তিনি ‘একসঙ্গে গান গাই’ নামে অ্যালবাম প্রকাশ করেন। ২০১০ সালে তাঁর অ্যালবাম ‘এশিয়ার নারী কণ্ঠ’ বাজারে আসে।

 

বন্ধুরা, এখন শুনুন হুয়াং ছি শানের কণ্ঠে ‘মা, একই সঙ্গে মেয়ে’। এই গানের সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন চীনের নারী কণ্ঠশিল্পী সি লিন না ই কাও। গানটি হল- চলতি বছরের বসন্ত উত্সবে চায়না মিডিয়া গ্রুপের গালার একটি গান। গানের কথাগুলো এমন: আমার মেয়ে, জানি না, আমি যথেষ্ঠ ভালো করেছি কি না। আমি প্রথমবারের মত একজন মা হয়েছি। যদিও সময় চুলকে সাদা করে দিয়েছে, তবে তোমাকে স্কুলে পৌঁছে দেওয়ার প্রথম দিন, তোমাকে সাহসী হওয়ার কথা বললেও আমি কাঁদিয়েছি। প্রিয় মা, জানি না আমি ভালো করেছি কি না, আমি প্রথমবারের মত কারও মেয়ে হই। বাসা ছেড়ে দেয়ার দিন আমি কাঁদিয়েছি, তবে তোমাকে আমি হাসি মুখে বিদায় দিয়েছি।

আচ্ছা, শুনুন এই গান।

প্রিয় শ্রোতাবন্ধুরা, এখন শুনুন হুয়াং ছি শানের গাওয়া ‘অপেক্ষা’ নামে গানটি। গানের কথাগুলো এমন: আমি কেন অপেক্ষা করি। আমি জানি না কেন এই প্রেম থেকে বের হতে পারি না। অপেক্ষা করছি, আবার প্রথম থেকে শুরু করতে পারি। যেহেতু এক সময় অর্জন করেছিলাম, আর থামতে চাই না। প্রত্যেক স্বপ্নে তুমি থাকো। যৌথভাবে একটি বসন্তকালের অপেক্ষা করি। কেন আমি এখনো অপেক্ষা করছি।

আচ্ছা, শুনুন এই গানটি।

প্রিয় বন্ধুরা, এবারে শুনুন হুয়াং ছি শানের গান ‘বড় বোন’। গানের কথায় বলা হয়, এই শীতকালে তুষার পড়ে নি, আমার হৃদস্পন্দন এখনো খুব উষ্ণ, তুমি আমার প্রশংসা করেছো। আমি জানি। বড় বোন, তোমার চোখের অশ্রু আমি দেখেছি। বড় বোন, সব দুঃখ ভুলে যাও।

আচ্ছা, শুনুন এই গান।

প্রিয় শ্রোতাবন্ধুরা, সুন্দর গান শুনতে শুনতে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এলাম। বিদায় নেওয়ার আগে আপনাদের শোনাবো হুয়াং ছি শানের গাওয়া আরেকটি গান, গানের নাম আলোকস্তম্ভ, আশা করি, গানটি আপনাদের ভালো লাগবে।

 

শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী হুয়াং ছি শানের সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে।

(শুয়েই/তৌহিদ/সুবর্ণা)