জাতিসংঘের উচিত সত্যিকারের বহুপক্ষবাদ ধারণ করা: চীনা মুখপাত্র
2023-02-07 19:11:34


ফেব্রুয়ারি ৭: গতকাল (সোমবার) জাতিসংঘে নিযুক্ত চীনের স্থায়ী প্রতিনিধি চাং চুন জাতিসংঘের এক সভায় জানান, জাতিসংঘের উচিত সত্যিকারের বহুপক্ষবাদ ধারণ করা, অভিন্ন উন্নয়ন বাস্তবায়ন করা, অভিন্ন নিরাপত্তা নিশ্চিত করা এবং অভিন্ন ভবিষ্যৎ গঠন করা।

               

চাং চুন জানান, বিশ্ব প্রশাসনে জাতিসংঘ আরো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার বিষয়ে চীন সমর্থন জানায়। জাতিসংঘের উচিত দৃঢ়ভাবে সত্যিকারের বহুপক্ষবাদ ধারণ করা, একতরফাবাদ ও আধিপত্যবাদের বিরোধিতা করা এবং আন্তর্জাতিক ন্যায্যতা রক্ষা করা। কিছু দেশের বিশ্বকে বিভক্ত করার আচরণের ব্যাপারে আন্তর্জাতিক সমাজের প্রতিবাদ জানানো উচিত।


উন্নয়ন এজেন্ডায় গুরুত্ব দেওয়া এবং অভিন্ন নিরাপত্তা রক্ষায় জাতিসংঘকে পরামর্শ দেন চাং চুন।


চীনা প্রতিনিধি জোর দিয়ে বলেন, বিভিন্ন পক্ষের একযোগে অভিন্ন ভবিষ্যৎ গঠনের বিষয়টি জাতিসংঘের এগিয়ে নেওয়া উচিত।

(আকাশ/তৌহিদ/ফেইফেই)