অর্থনীতি ও নিরাপত্তা খাতে সহযোগিতা বাড়াবে ইরাক ও রাশিয়া
2023-02-07 10:00:44

ফেব্রুয়ারি ৭: অর্থনীতি ও নিরাপত্তা খাতে সহযোগিতা আরও জোরদার করবে ইরাক ও রাশিয়া। গতকাল (সোমবার) বাগদাদে ইরাকি প্রেসিডেন্ট আব্দুল লতিফ রশিদ ও রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভের মধ্যে এক বৈঠকে এ ব্যাপারে ঐকমত্য হয়।

বৈঠকে ইরাকি প্রেসিডেন্ট বলেন, তাঁর দেশ সকল দেশের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক প্রতিষ্ঠা করতে চায়। রাশিয়ার সাথে অর্থনৈতিক সহযোগিতা ত্বরান্বিত করে, অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট সমস্যা সমাধানে সচেষ্ট হবার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

এসময় লাভরভ বলেন, রাশিয়া দু’দেশের সম্পর্ক জোরদারের পাশাপাশি, অর্থনীতি ও সামরিক ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণ করতে ইচ্ছুক। (প্রেমা/আলিম/রুবি)