তুরস্ক ও সিরিয়ায় জরুরি সাহায্য দিচ্ছে চীন
2023-02-07 19:13:30

ফেব্রুয়ারি ৭: চীন সরকার আকস্মিক মানবিক সহায়তা ব্যবস্থা কার্যকর করে তুরস্ক ও সিরিয়াকে জরুরি সাহায্য দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

আজ (মঙ্গলবার) চীনের রাষ্ট্রীয় আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা বিভাগের উপপ্রধান তেং বো ছিং এক সাক্ষাত্কারে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, চীন প্রথম দফায় তুরস্কের কাছে চার কোটি ইউয়ান মূল্যের জরুরি সাহায্য দেবে। এতে হেভি সিটি রেসকিউ টিমও আছে, কয়েক ঘণ্টার মধ্যে এসব পণ্য রওয়া হওয়ার কথা। সেই সঙ্গে তুরস্ককে প্রয়োজনীয় ত্রাণ সামগ্রীও দেবে চীন।

চীন এখন সিরিয়ায় এসব জরুরি ত্রাণ সামগ্রী পাঠানোর বিষয়ে সমন্বয়ের কাজ করছে। সেই সঙ্গে খাদ্য সহায়তা প্রকল্প বাস্তবায়নও দ্রুততর করছে চীন।

তেং বো ছিং জানান, চীনের সমাজের বিভিন্ন মহল তুরস্ক ও সিরিয়াকে সহায়তা দিচ্ছে। চীনের রেড ক্রস সোসাইটি আলাদা আলাদাভাবে তুরস্ক ও সিরিয়াকে ২ লাখ মার্কিন ডলার সহায়তা দিয়েছে। স্থানীয় প্রবাসী চীনারা তাবুসহ বিভিন্ন ত্রাণ সামগ্রী সংগ্রহ করছে। জানা গেছে, চীনের প্রথম দফা ত্রাণ দল মঙ্গলবার সকালে দুর্যোগ কবলিত এলাকায় পৌঁছে ত্রাণ সহায়তা ও উদ্ধারকাজ শুরু করেছে।

তেং বো ছিং জানান, চীন সরকার দুর্যোগের অবস্থা অনুযায়ী অব্যাহতভাবে তুরস্ক ও সিরিয়ায় যথাসাধ্য সাহায্য দেবে।

(শুয়েই/তৌহিদ/জিনিয়া)