সরাসরি ক্লাস শুরু করতে প্রস্তুতি নিচ্ছে চীনের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো
2023-02-07 19:01:55

ফেব্রুয়ারি ০২, সিএমজি বাংলা ডেস্ক: কোভিড-১৯-সংশ্লিষ্ট বিধি-নিষেধ শিথিল করার প্রেক্ষাপটে সরাসরি শ্রেণীকক্ষে পাঠদান শুরু করার প্রস্তুতি নিচ্ছে চীনের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো।

শ্রেণীকক্ষে সরাসরি পাঠদান শুরু হলে প্রায় ৩০ কোটি শিক্ষার্থী ও শিক্ষকদের তাদের বিদ্যায়তনে ফেরার অপেক্ষার অবসান হবে। দেশটির উপ-প্রধানমন্ত্রী সুন ছুনলান সোমবার একথা জানিয়েছেন।

নতুন সেমিস্টারের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রস্তুতি দেখতে সোমবার বেইজিংয়ের একটি উচ্চ বিদ্যালয় ও তিনটি বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেন উপ-প্রধানমন্ত্রী। এসময় তিনি বলেন, সব স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর এখন উচিত সরকারের নতুন কোভিড-১৯ নিয়ন্ত্রণ ব্যবস্থা অনুসারে তাদের নিজেদের ব্যবস্থাগুলোকে নিখুঁত করা এবং সম্পূর্ণভাবে স্বাভাবিক পাঠদান শুরু করা।

তিনি বলেন, কতজন শিক্ষার্থী ও শিক্ষক কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছিলেন নতুন সেমিস্টারের আগে সে বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করা দরকার বিদ্যালয়গুলোর।

সুন ছুনলান আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর উচিত হবে তাদের ক্লিনিক, হাসপাতাল ও চিকিৎসা কেন্দ্রগুলোর সম্পূর্ণ ব্যবহার নিশ্চিত করা এবং ছাত্র ও শিক্ষকদের স্বাস্থ্য পর্যবেক্ষণ জোরদার করা।

প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং কিন্ডারগার্টেনগুলোতে দৈনিক স্বাস্থ্য পরীক্ষা এবং সংক্রামক রোগের উপাত্ত রাখা ওপরও জোর দেন তিনি।

 রহমান/শান্তা