সময়মতো শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে সকল প্রস্তুতিমূলক কাজ শেষ করার তাগিদ দিলেন চীনের উপ-প্রধানমন্ত্রী
2023-02-07 09:45:33

ফেব্রুয়ারি ৭: দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো নতুন সেমিস্টারের জন্য সময়মতো খুলে দেওয়ার জন্য, সংশ্লিষ্ট সকল প্রস্তুতিমূলক কাজ দ্রুত শেষ করার তাগিদ দিয়েছেন চীনের উপপ্রধানমন্ত্রী সুন ছুন লান। তিনি গতকাল (সোমবার) বেইজিংয়ের পিকিং বিশ্ববিদ্যালয়, ছিংহুয়া বিশ্ববিদ্যালয়, এবং ১৯ নম্বর মাধ্যমিক স্কুলসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনকালে এ ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশনা দেন।

তিনি বলেন, কোভিড মহামারী প্রতিরোধক ব্যবস্থায় প্রয়োজনীয় পরিবর্তন আনার পর, সারাদেশের প্রায় ৩০ কোটি শিক্ষক ও শিক্ষার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরে যেতে প্রস্তুত হচ্ছে। এখন বিভিন্ন পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানকে নির্ধারিত মহামারী প্রতিরোধক ব্যবস্থা উন্নত করতে এবং সংশ্লিষ্ট সকল প্রস্তুতিমূলক কাজ দ্রুত শেষ করতে হবে। এক্ষেত্রে শিক্ষক ও শিক্ষার্থীদের স্বাস্থ্য রক্ষার কাজকে অগ্রাধিকার দিতে হবে।

তিনি আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান খোলার আগে শিক্ষক ও শিক্ষার্থীদের স্বাস্থ্যগত অবস্থা জানতে হবে, খোলার পর প্রয়োজনীয় ওষুধ ও উপকরণের প্রাপ্যতা নিশ্চিত করতে হবে, এবং শিক্ষক ও শিক্ষার্থীদের স্বাস্থ্য নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে। মহামারীর কারণে শিক্ষক ও শিক্ষার্থীদের সম্ভাব্য মানসিক সমস্যা মোকাবিলায় তাদেরকে মনস্তাত্ত্বিক পরামর্শ দেওয়ার ওপরও গুরুত্বারোপ করেন তিনি। (সুবর্ণা/আলিম/শুয়ে ফেই ফেই)