তুরস্কে ভূমিকম্প নিয়ে চীনের বিশেষজ্ঞদের মূল্যায়ন
2023-02-07 19:00:31

ফেব্রুয়ারি ৭, সিএমজি বাংলা ডেস্ক: চীনের আর্থকোয়েক নেটওয়ার্ক সেন্টার-সিইএনসির একজন গবেষক বলেছেন, সোমবার তুরস্কে যে শক্তিশালী ভূমিকম্প হয়েছে সেটি ছিল গুচ্ছ-ভূমিকম্প। 

তুরস্কের ভূমিকম্প বিশ্লেষণ ও মূল্যায়ন করার জন্য সিইএনসি একটি বিশেষজ্ঞ দল গঠন করে। সংস্থাটির তথ্যানুসারে, বেইজিং সময় সোমবার সকাল ৯:১৭ মিনিটে তুরস্কে ৭.৮ মাত্রার প্রথম ভূমিকম্পটি আঘাত হানে। প্রায় নয় ঘন্টা পরে সোমবার বিকেলে আরেকটি পৃথক ৭.৮ মাত্রার ভূমিকম্প দেশটিতে আঘাত হানে।

সিইএনসির গবেষক লিউ চিয়ে বলেন, এটি তুরস্কের স্থানীয় ভূতাত্ত্বিক কাঠামোর সাথে সম্পর্কিত। এলাকাটি ত্রুটিপূর্ণ ভূতাত্ত্বিক কাঠামোর মধ্যে পড়েছে, তাই এটি সম্ভব যে পরপর অনেকগুলো ভূমিকম্প আঘাত হেনেছে। বিশ্বে ঘটা ভূমিকম্পের ১০ শতাংশই এ প্রকৃতির। 

গুচ্ছ ভূমিকম্প হলো অনেকগুলো ভূমিকম্পের ঘটনা যেগুলো একটি নির্দিষ্ট প্রধান আঘাত ছাড়াই তুলনামূলকভাবে অল্প সময়ের মধ্যে ঘটে।

হাশিম/শান্তা