অনেক দেশ চীনের ‘গ্রুপ পর্যটন ব্যবসা’ পুনরায় শুরু করার অপেক্ষায় রয়েছে
2023-02-07 18:04:13

ফেব্রুয়ারি ৭: গতকাল (সোমবার) থেকে চীন ‘গ্রুপ পর্যটন কার্যক্রম’ পুনরায় শুরু করেছে। বিভিন্ন দেশের পর্যটন বিভাগ চীনের দলীয় পর্যটকদের অপেক্ষায় রয়েছে। তারা বিশ্বাস করে এই কার্যক্রম তাদের দেশের পর্যটন শিল্পে শক্তিশালী প্রেরণা জোগাবে। এ বিষয়ে মঙ্গলবার বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেন, আমরা লক্ষ্য করেছি যে, প্রথম চীনা বহির্গামী পর্যটন গ্রুপ গতকাল ইতোমধ্যেই থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, মিশরসহ বিভিন্ন দেশে পৌঁছেছে, সব দেশ চীনা পর্যটকদের আন্তরিকভাবে স্বাগত জানিয়েছে। আশা করা যায়, এসব দেশ চীনা পর্যটকদের একটি নিরাপদ ও সুবিধাজনক পরিবেশ দেবে।

 

মুখপাত্র বলেন, তিন বছর পর, চীনের বহির্গামী গ্রুপ ট্যুর পুনরায় শুরু হয়েছে, যা বিশ্ব পর্যটন বাজারকে পুনরুজ্জীবিত করবে এবং মহামারীর পর বিশ্ব অর্থনীতি পুনরুদ্ধারে শক্তি যোগাবে।  সম্প্রতি অনুষ্ঠিত ২০২৩ আসিয়ান পর্যটন ফোরামে, আসিয়ান দেশগুলি আসিয়ান পর্যটনের শক্তিশালী পুনরুদ্ধার প্রচারের জন্য চীনা পর্যটকদের প্রত্যাবর্তনের অপেক্ষার কথা জানায়। বহির্গামী ভ্রমণ পুনরুদ্ধারের পাশাপাশি, চীন বিশ্বের দেশগুলির সঙ্গে কর্মী ও অর্থনৈতিক বিনিময় জোরদার করবে, বিশ্ব অর্থনীতি পুনরুদ্ধারে আরও আস্থা ও শক্তি যোগাবে।

(জিনিয়া/তৌহিদ/শুয়েই)