চীনের প্রথম বেসরকারি উদ্ধারকারী দল তুরস্কে উদ্ধারকাজে সহায়তা দেবে
2023-02-07 19:14:19

ফেব্রুয়ারি ৭: চীনের বেসরকারি উদ্ধারকারী দল ‘রাম ইউনিয়ন রেসকিউ টিম’ আজ (মঙ্গলবার) সকালে একটি বিশেষ আন্তর্জাতিক উদ্ধারকারী দল তুরস্কে পাঠিয়েছে। তারা তুরস্কে যাওয়ার চীনের প্রথম বেসরকারি দল। তারা ইতোমধ্যে হাং চৌ থেকে রাওনা দিয়েছে। দলটি তুরস্ক সময় বুধবার দেশটিতে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে।  


এই দলে মোট ৮জন অভিজ্ঞ বিশেষজ্ঞ রয়েছে। তারা অত্যাধুনিক সরঞ্জাম নিয়ে সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চলে যাবেন।


এ ছাড়া তুরস্কে প্রবাসী চীনারাও অর্থ ও সামগ্রী দান করছেন। তাঁবু, স্লিপিং ব্যাগ, কম্বলসহ প্রথম দফা সামগ্রী সোমবার তুরস্ক সরকারকে দেওয়া হয়।


উল্লেখ্য গতকালে তুরস্কে একাধিক শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে কয়েক হাজার মানুষ হতাহত হয়।

(আকাশ/তৌহিদ/ফেইফেই)