আজকের টপিক: চীনের কর্মসংস্থান খাতের উন্নয়ন ও ‘বসন্তের হাওয়া কার্যক্রম’
2023-02-07 14:51:06

৪ ফেব্রুয়ারি ছিল চীনের “লি ছুন” তথা ‘বসন্তের শুরু’ সৌরপদের প্রথম দিন। এখন থেকে শীত কেটে যাবে, আবহাওয়া উষ্ণ হবে এবং সবকিছু পুনরুদ্ধার হবে। শুধু আবহাওয়ার ক্ষেত্রে নয়, সম্প্রতি চীনের বিভিন্ন প্রদেশ ও শহরে চাকরির চাহিদা পূরণে ও মানবসম্পদ সমন্বয় করতে এবং অর্থনৈতিক পুনরুদ্ধার কার্যক্রমে গতি সঞ্চার করতে "বসন্তের হাওয়া" শীর্ষক কার্যক্রম অনুষ্ঠিত হয়।

হ্যনান প্রদেশের থাংহ্য জেলায় "বসন্তের উষ্ণতায় অভিবাসী শ্রমিক" শীর্ষক কর্মসংস্থান সহায়তা মাসের জব ফেয়ারে, চিয়াওশিয়াং-এর থু শিন শেং, হ্যনান সানহ্য পাইপাং প্লাস্টিক টেকনোলজি কম্পানির সাথে চাকরির চুক্তি স্বাক্ষর করেন। তিনি খুবই আনন্দিত। বস্তুত, থাংহ্য একটি প্রধান শ্রম রপ্তানিকারক জেলা। প্রতিবছর বিপুলসংখ্যক লোক এখান থেকে কাজের জন্য বাইরে যায়। মানবসম্পদ শুধু উদ্ভাবন ও উন্নয়নের জন্য সহায়ক, তা নয়, বরং অর্থনৈতিক উন্নয়নের জন্যও অপরিহার্য।

"বসন্ত হাওয়া কার্যক্রম" গণপ্রজাতন্ত্রী চীনের শ্রম ও সামাজিক নিরাপত্তা মন্ত্রণালয়সহ বিভিন্ন বিভাগের একটি যৌথ উদ্যোগ। এর লক্ষ্য শহরগুলোতে অভিবাসী শ্রমিকদের জন্য কর্মসংস্থান পরিষেবা দেওয়া। সারা দেশে ধারাবাহিকভাবে এটি চালু হয়েছে। শুধু হ্যনানই নয়, শানতুং, শেনচেন এবং অন্যান্য এলাকায়ও "বসন্তের হাওয়া কার্যক্রম" অনুষ্ঠিত হয়েছে। তাদের লক্ষ্য, অভিবাসী শ্রমিক, বেকার ও অন্যান্য কর্মীদের ওপর দৃষ্টি নিবদ্ধ করা এবং কর্মসংস্থানপ্রার্থী ও উদ্যোক্তাদের জন্য একাধিক সেবা দেওয়া। এ কার্যক্রমের আওতায় বিশেষ চাকরি মেলার আয়োজন করা হয়, পেশাগত কর্মসংস্থান পরিষেবা দেওয়া হয়, বৃত্তিমূলক দক্ষতার প্রশিক্ষণ দেওয়া হয়, শ্রম অধিকার সুরক্ষা এবং আইনি সহায়তার মাধ্যমে চাকরিপ্রার্থীদের সেবা দেওয়া হয়। এ উদ্যোগ ৩ কোটি কর্মসংস্থান সৃষ্টি করবে বলে আশা করা হচ্ছে।

কর্মসংস্থান হল মানুষের জীবিকার ভিত্তি, অর্থনৈতিক উন্নয়নের "ব্যারোমিটার" এবং সামাজিক স্থিতিশীলতার "বেলাস্ট পাথর"। হ্যনান প্রদেশের থাংহ্য জেলা প্রথমে বিভিন্ন প্রতিষ্ঠানের মানবসম্পদের চাহিদা এবং চাকরি-প্রার্থীদের সংখ্যা নিয়ে একটি সমীক্ষা চালায়। তারপর একটি বিস্তারিত নিয়োগ পরিকল্পনা প্রণয়ন করা হয় এবং কর্মসংস্থান অনলাইন নিয়োগ প্ল্যাটফর্মের মতো চ্যানেলের মাধ্যমে জনসাধারণকে জেলার উদ্যোক্তা প্রশিক্ষণ সম্পর্কে অবহিত করা হয়। তাদেরকে কর হ্রাস, উদ্যোক্তা ভর্তুকি, উদ্যোক্তা ঋণ এবং অন্যান্য অগ্রাধিকারমূলক নীতিমালা সম্পর্কে অবহিত করা হয়।

কর্মসংস্থানকে সম্পূর্ণরূপে স্থিতিশীল করতে শেনচেন বসন্ত উত্সবের আগে একটি কর্মসংস্থান নীতি চালু করে। এর মধ্যে রয়েছে কর্মসংস্থান ভর্তুকি প্রদান, কাজে ফেরার জন্য পরিবহন ভর্তুকি দেওয়া, এবং নতুন নিয়োগপ্রাপ্ত কর্মচারীদের জন্য ভর্তুকি দেওয়া। ভর্তুকির মোট পরিমাণ ২৭ কোটি ইউয়ান।  ভর্তুকির জন্য দ্রুত আবেদন করা যাবে। উপযুক্ত প্রতিষ্ঠানগুলো এই আবেদন করবে।

সিছুয়ান প্রদেশ "বসন্ত হাওয়া" কার্যক্রমের আওতায় কর্মীদের কর্মস্থলে ফিরে যাওয়ার জন্য বিশেষ বাসের ব্যবস্থা করেছে। এর উদ্দেশ্য, বসন্ত উত্সবের পর শ্রমিকদের কর্মস্থলে ফিরতে সাহায্য করা। "বাড়ির দরজা থেকে কারখানার দরজা পর্যন্ত" সুবিধাজনক পরিবহনের মাধ্যমে শ্রমিকরা আনন্দের সাথে নতুন বছরের কাজ শুরু করতে পারেন। সিছুয়ান বিশেষ যানবাহনের মাধ্যমে ১.৬ লাখেরও বেশি অভিবাসী শ্রমিককে নিরাপদে কাজে ফিরতে সাহায্য করেছে।

৩১ জানুয়ারি পর্যন্ত, সারা চীনে মোট ১৬ হাজার বিভিন্ন ধরণের নিয়োগ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে, ১ কোটি কর্মসংস্থান সৃষ্টি হয়েছে, এবং ৪ লাখ  অভিবাসী শ্রমিককে "বাসা থেকে কারখানা"-য় পাঠানো হয়েছে।

কর্মসংস্থান মানুষের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। কর্মসংস্থান পরিস্থিতি স্থিতিশীল হলে দেশ ও দশের ‘মন’ ভালো থাকে। "বসন্ত হাওয়া কার্যক্রম" ঠিক একটি সময়োপযোগী বসন্তের হাওয়ার মতো। ধারাবাহিক ব্যবস্থার মাধ্যমে কোম্পানিগুলিকে করহ্রাস ও ঋণ সুবিধা দেওয়া এবং মানুষের জন্য চাকরির ব্যবস্থা করা এ কার্যক্রমের লক্ষ্য। উদ্যোক্তা ও কর্মী—উভয়েরই এতে লাভ। আর সবচেয়ে বেশি লাভ দেশের অর্থনীতির ও সমাজের।

(ইয়াং/আলিম/ছাই)