তালিতে যাবো
2023-02-06 11:15:14

সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। এখন শুনবেন সঙ্গীতানুষ্ঠান ‘তোমার জন্য গান’। আর এ অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি মুক্তা।

বন্ধুরা, কান মি ইয়োন হলেন দক্ষিণ কোরিয়ার একজন নারী কন্ঠশিল্পী। ২০০৮ সালের ২০ জানুয়ারি তিনি চীনের বাজারে ঢোকার চেষ্টা করেন। তিনি বেশ কিছু চীনা গানকে কোরীয় ভাষায় রূপান্তর করে গেয়েছেন এবং ভালো সাড়া পেয়েছেন। এখন শুনুন তার গাওয়া 'তোমাকে ভালোবেসেছি দু'এক দিন নয়' গানটির কোরীয় সংস্করণ। তিনি এ গানটির নাম দিয়েছেন 'তুষারপাত'।

(গান ১)

বন্ধুরা, আপনারা শুনছিলেন দক্ষিণ কোরিয়ার নারী কন্ঠশিল্পী কান মি ইয়োন’ কন্ঠে 'তুষারপাত' শীর্ষক গান। চীনের প্রতিনিধিত্বশীল রক সংগীত বলতে গেলে ছুই চিয়ানের 'কোনো কিছু নেই' গানটির কথাই বলতে হয়। এ গানটি ছুই চিয়ানের প্রতিনিধিত্বশীল গানের অন্যতম। ১৯৮৬ সালে বেইজিংয়ে অনুষ্ঠিত আন্তর্জাতিক শান্তি বর্ষ-বিষয়ক শত কণ্ঠশিল্পীদের সংগীতানুষ্ঠানে ছুই চিয়ান প্রথম বার এ গানটি গান। ১৯৮৭ সালে ডেনমার্কের ম্যাকেল রক শেখা নামে এক ব্যান্ড গঠিত হয়। এটি ডেনমার্কের সংগীত জগতে সফল ব্যান্ড দল। এ পর্যন্ত ডেনমার্কে তাদের ৫ লাখেরও বেশি ডিস্ক বিক্রি হয়েছে। ২০০৭ সালে তারা চীনা ভাষার গান 'কোনো কিছু নেই' ইংরেজিতে রূপান্তর করেন। শুনুন তাহলে।

(গান ২)

বন্ধুরা, আপনারা শুনছিলেন ডেনমার্কের ম্যাকেল রক শেখা নামে এক ব্যান্ডের কন্ঠে  'কোনো কিছু নেই' শীর্ষক গান। এ গানটি কেবল ছুই চিয়ানের জন্য সুনাম অর্জন করেছে, তা কিন্তু নয়, বরং এ গানটি ছিল চীনের পপ সংগীতের প্রতীকী কর্ম। গানটির কথায় উত্তর চীনের লোকসংগীতের ভাব রয়েছে। এটি কোনো প্রেমের গান নয়। এ গানে গায়কের মনের বিক্ষুব্ধ ও শক্তিহীন বোধ প্রতিফলিত হয়েছে। চীনে সংস্কার ও উন্মুক্তকরণের পর রক সংগীত ধাপে ধাপে চীনের প্রধান সম্প্রদায় গ্রহণ করেছে। এ গানের জন্য ছুই চিয়ানকে 'চীনের প্রথম রক শিল্পী' বলে অভিহিত করা হয়। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে ‘শুরু থেকে’ শীর্ষক গান। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

(গান ২)

বন্ধুরা, আপনারা শুনছিলেন ছুই চিয়ান’র কন্ঠে ‘শুরু থেকে’ শীর্ষক গান। প্রিয় বন্ধুরা, সংগীত জগতে জাতির বিভেদ নেই, রাষ্ট্রীয় সীমানা নেই। সুন্দর গানগুলো ভিন্ন ভাষার ডানায় ভর করে পাহাড় ও সমুদ্র পার হয়ে বিশ্বের সব জায়গায় ছড়িয়ে যায় এবং আমাদের জীবনের নতুন প্রেরণা যোগায়। প্রতি অনুষ্ঠানে আপনাদের জন্য আমি এক ধরণের গান বা সংগীত প্রচার করি। বিভিন্ন ধরণের সংগীতেও চীনা সংস্কৃতি অনুভব করা যায়। তাহলে আজ আমরা চীনের ফোক গান নিয়ে কিছু কথা বলবো। প্রথমে শোনাবো কন্ঠশিল্পী মা দি’র কন্ঠে ‘অহংকার শীত’ শীর্ষক গান। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

(গান ৩)

বন্ধুরা, আপনারা শুনছিলেন কন্ঠশিল্পী মা দি’র কন্ঠে ‘অহংকার শীত’ শীর্ষক গান। বন্ধুরা, গিটার বাজিয়ে গায়ক একা একা আস্তে আস্তে গান করেন এটা হলো ফোক। ফোক সংগীত চীনে খুব জনপ্রিয়। বিশেষ করে, তরুণ-তরুণীরা ফোক সংগীত পছন্দ করে। এখন আমরা একটি প্রতিনিধিত্বশীল ফোক গান শুনবো। পরে আপনাদের জানাবো চীনের ফোক গানের কিছু কথা। গানটির শিরনাম ‘একই টেবিলে তুমি’ শীর্ষক গান। কন্ঠশিল্পী লাওলাং গানটি গেয়েছেন। চলুন, আমরা গানটি শুনবো।

(গান ৪)

বন্ধুরা, আপনারা শুনছিলেন কন্ঠশিল্পী লাওলাংয়ের কন্ঠে ‘একই টেবিলে তুমি’ শীর্ষক গান। গানটি আপনাদের কেমন লেগেছে? আসলে আমি বলতে চাই না তবে বলতে হবে, এ গান শুনে মন খারাপ হয়ে যায়। তাই না বন্ধুরা? কারণ চীনের অধিকাংশ ফোক গানে দুঃখ গল্প প্রকাশিত হয়। ফোক গানে গায়ক যেন সবাইকে নিজের দুঃখের গল্প বলেন। একটি গান যেন একটি গল্প, একটি গল্প যেন একটি জীবন। জীবনর্কে নতুনভাবে অনুভব করবেন। এখন শুনুন 'তালিতে যাবো' শীর্ষক গান। গানটি গেয়েছেন কন্ঠশিল্পী হাও ইউন। আশা করি, আপনারা গানটি পছন্দ করবেন।

(গান ৫)

প্রিয় শ্রোতাবন্ধুরা, আপনারা শুনছেন সিআরআই থেকে প্রচারিত বাংলা অনুষ্ঠান 'তোমার জন্য গান'। কোনো প্রিয় গান শুনতে চাইলে আমাদের জানাবেন। বন্ধুরা, এখন আমি আপনাদেরকে কন্ঠশিল্পী চাও লেই’র কন্ঠে ‘ছেংতু’ শীর্ষক গান শোনাবো। ছেংতু চীনের সিছুয়ান প্রদেশের রাজধানী। যদিও ছেংতু একটি বড় শহর, তবুও স্থানীয় জীবন অনেক আরামদায়ক। কন্ঠশিল্পী চাও লেই ছেংতুতে বিভিন্ন পাবে কন্ঠ দিয়েছেন। তিনি ছেংতু শহরটি খুই পছন্দ করেন এবং শহরটিতে তাঁর গল্প আছে। চলুন, আমরা গানটি শুনবো।

 (গান ৬)

প্রিয় শ্রোতা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান। (ছাই/আলিম)