‘চলতি বছর চীনের চন্দ্র অনুসন্ধান প্রকল্পের চতুর্থ পর্যায় বাস্তবায়নের কাজ শুরু হবে’
2023-02-06 11:12:33

ফেব্রুয়ারি ৬: চলতি বছর চীনের চন্দ্র অনুসন্ধান প্রকল্পের চতুর্থ পর্যায় বাস্তবায়নের কাজ শুরু হবে। সম্প্রতি চীনের চন্দ্র অনুসন্ধান প্রকল্পের প্রধান ডিজাইনার উ ওয়েই রেন এ তথ্য জানান।

তিনি জানান, এ পর্যায়ে ছাং এ-৬, ছাং এ-৭ ও ছাং এ-৮ চাঁদে পাঠানো হবে। ছাং এ-৬ চন্দ্রের দূরবর্তী অঞ্চল থেকে ২ কেজি নমুনা সংগ্রহ করবে এবং ছাং এ-৭ চাঁদের দক্ষিণ মেরুতে অবরতণ করবে। আর, ছাং এ-৮ ২০২৮ সালের দিকে উত্ক্ষেপণ করা হবে, যা ছাং এ-৭’র সঙ্গে মিলিতভাবে চাঁদের দক্ষিণ মেরুতে প্রাথমিক গবেষণাকেন্দ্র গড়ে তুলবে।

 (তুহিনা/আলিম/শুয়েই)