যানজট ও কার্বন নির্গমন কমাতে বেইজিংয়ে ব্যক্তিগত গাড়ির ওপর ফের বিধিনিষেধ
2023-02-06 14:05:49

ফেব্রুয়ারি ৬, সিএমজি বাংলা ডেস্ক: যানজট এবং কার্বন নির্গমন কমাতে চীনের রাজধানী বেইজিং ১৩ ফেব্রুয়ারি থেকে লাইসেন্স প্লেটের শেষ সংখ্যার উপর ভিত্তি করে ব্যক্তিগত গাড়ির উপর বিধিনিষেধ আবার শুরু করবে।

কোভিড নীতি কিছুটা শিথিল হওয়ায় কারখানাগুলো উৎপাদন পুরোদমে শুরু হয়েছে। লোকজন অফিস-আদালতে যাচ্ছেন নিয়মিত। সোমবার থেকে ফের স্কুল খুলবে। এর ফলে রাজধানীতে যানজট বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। 

এ কারণেই ব্যক্তিগত গাড়ির ওপর কর্মদিবসগুলোতে ৫ম রিং রোড অব্দি সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত বিধিনিষেধ পুনরায় চালু করা হচ্ছে।

হাশিম/শান্তা