চীন-কম্বোডিয়ার অভিন্ন লক্ষ্যের কমিউনিটি গঠন আরো এগিয়ে নেওয়া হবে: চীনা মুখপাত্র
2023-02-06 19:21:22

ফেব্রুয়ারি ৬: কম্বোডিয়ার প্রধানমন্ত্রী সামদেচ হুন সেন চীন সফর করবেন। আজ (সোমবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলনে জানান, চীন-কম্বোডিয়ার অভিন্ন লক্ষ্যের কমিউনিটি গঠন আরো এগিয়ে নেওয়া হবে। যাতে দু’দেশের বন্ধুত্ব প্রজন্মের পর প্রজন্ম ধরে এগিয়ে যায়।


মাদাম মাও নিং জানান, কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেন হচ্ছেন চীনা জনগণের পুরাতন ও ভাল বন্ধু। ২০২৩ সালের বসন্ত উৎসবের পর তিনি হবেন চীন সফর করা প্রথম বিদেশি নেতা। এতে দু’দেশের সম্পর্কের উচ্চ মান প্রতিফলিত হয়।


তিনি আরো জানান, সফরে দু’দেশের নেতৃবৃন্দ বৈঠক করবেন এবং দ্বিপক্ষীয় সম্পর্ক ও অভিন্ন উদ্বেগের বিষয়ে মতবিনিময় করবেন। দু’দেশ পরস্পরের ঐতিহ্যবাহী বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী দেশ এবং ‘লৌহ কঠিন’ বন্ধু। দু’দেশের অতীত নেতৃবৃন্দের তৈরি বন্ধুত্ব বেশ মজবুত।


তিনি জোর দিয়ে বলেন, দু’দেশের নেতৃবৃন্দের কৌশলগত দিক-নির্দেশনায়, সাম্প্রতিক বছরগুলোতে দু’দেশের অভিন্ন লক্ষ্যের কমিউনিটির নির্মাণ ফলপ্রসূ হয়েছে। একে আরো এগিয়ে নিতে চায় চীন।

(আকাশ/তৌহিদ/ফেইফেই)