‘ইউক্রেনকে দেওয়া পশ্চিমা অস্ত্র রুশ ভূখণ্ড আক্রমণে ব্যবহৃত হবে না’
2023-02-06 10:54:29

ফেব্রুয়ারি ৬: জার্মান চ্যান্সেলর ওলাফ শল্জ ইউক্রেনের সঙ্গে এই মর্মে একমত হয়েছেন যে, কিয়েভকে সরবরাহকৃত পশ্চিমা অস্ত্র শুধুমাত্র ইউক্রেনে ব্যবহৃত হবে, রাশিয়ার মূল ভূখণ্ডের ওপর হামলায় ব্যবহৃত হবে না। গতকাল (রোববার) জার্মান তথ্যমাধ্যমগুলো এ খবর দেয়।

এদিকে, গত শনিবার রুশ নিরাপত্তা পরিষদের ভাইস-চেয়ারম্যান সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, রাশিয়ার ভূখণ্ডে হামলা হলে দ্রুত ও শক্তিশালী পাল্টা জবাব দেওয়া হবে।

একই দিনে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আগের দিন কিয়েভে অনুষ্ঠিত ইউক্রেন-ইইউ শীর্ষ সম্মেলনের সমালোচনা করে বলেন, ইউক্রেনকে একের পর এক সামরিক সহায়তা দিয়ে যাচ্ছে ইইউ, যা এই জোট গঠনের মৌলিক নীতির সাথে সাংঘর্ষিক। (প্রেমা/আলিম/রুবি)