জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনের সভাপতি করোসি কাসাবা গত সপ্তাহে চীন সফর করেছেন
2023-02-06 19:06:20

 ফেব্রুয়ারি ৬: জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনের সভাপতি করোসি কাসাবা গত সপ্তাহে তাঁর চীন সফর শেষ করেছেন। এ বিষয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং আজ (সোমবার) বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলনে বলেন, জনাব করোসি কাসাবা ১ থেকে ৪ ফেব্রুয়ারি চীন সফর করেছেন। দু’পক্ষ আন্তর্জাতিক পরিস্থিতি, জাতিসংঘের ভূমিকা এবং দু’পক্ষের অভিন্ন উদ্বেগের বিষয়ে গভীর মতবিনিময় করেছে।

মুখপাত্র বলেন, করোসি জাতিসংঘের প্রথম ঊর্ধ্বতন কর্মকর্তা- যিনি এ বছর চীন সফর করলেন। চীন সর্বদা বহুপাক্ষিক ব্যবস্থাকে সমর্থন করে, জাতিসংঘের কাজে সমর্থন দেয় এবং জাতিসংঘ সাধারণ পরিষদের গুরুত্বপূর্ণ ভূমিকাকে সমর্থন জানায়।

চীনা মুখপাত্র আরও বলেন, দু’পক্ষ বহুপাক্ষিক ব্যবস্থায় সমর্থন দেওয়া, জাতিসংঘের কর্তৃত্ব রক্ষা করা এবং আন্তর্জাতিক আইনের ভিত্তিতে আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক নিয়ম দৃঢ়ভাবে বজায় রাখতে সম্মত হয়েছে। বর্তমান বিশ্বের বিভিন্ন চ্যালেঞ্জ ও সংকট মোকাবিলায় বিজ্ঞান প্রযুক্তি ব্যবহারের উপর গুরুত্বারোপ করা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা করা, জীববৈচিত্র্য সংরক্ষণ করা এবং জলজ সম্পদ রক্ষা করতে চায় চীন। চীন বৈশ্বিক উন্নয়ন উদ্যোগ এবং টেকসই উন্নয়নের জন্য ২০৩০ এজেন্ডা বাস্তবায়নের মধ্যে সংযোগ জোরদার করতে চায় এবং বাস্তব সহযোগিতা চালাতে আগ্রহী।

জিনিয়া/তৌহিদ/শুয়েই