যুক্তরাষ্ট্র বেসামরিক আকাশযান গুলি করে ভূপাতিত করার চীনের কড়া প্রতিবাদ
2023-02-05 17:35:58

ফেব্রুয়ারি ৫, সিএমজি বাংলা ডেস্ক: চীন থেকে আসা একটি বেসামরিক মানববিহীন আকাশযানে মার্কিন সশস্ত্রবাহিনীর হামলার কড়া প্রতিবাদ ও অসন্তোষ জানিয়েছে বেইজিং।

 

ওয়াশিংটন শনিবার এয়ারশিপটিকে গুলি করে নামানোর দাবি করে। এর আগে চলতি সপ্তাহের শুরুতে যুক্তরাষ্ট্রের আকাশসীমায় চীনা মানববিহীন এয়ারশিপটি দেখা যায়।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে যে, চীন যাচাই-বাছাই শেষ করার পরে, ‘এয়ারশিপটি যে বেসামরিক কাজে ব্যবহারের জন্য তা একাধিকবার মার্কিন পক্ষকে জানিয়েছে। এটি সম্পূর্ণ অনিচ্ছাকৃতভাবে গতিপথ পরিবর্তনের কারণে যুক্তরাষ্ট্রের আকাশসীমায় প্রবেশ করে বলেও জানায় মন্ত্রণালয়।

চীন স্পষ্টভাবে মার্কিন যুক্তরাষ্ট্রকে শান্ত ও সংযতভাবে পেশাদারি মনোভাব নিয়ে পরিস্থিতি সামলাতে অনুরোধ করেছে বলেও জানানো হয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে।

পেন্টাগনের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল প্যাট্রিক রাইডার বৃহস্পতিবার স্বীকার করেন যে বিমানটি ‘ভূমিতে থাকা লোকদের জন্য সামরিক বা শারীরিক হুমকি ছিল না।

‘এমন পরিস্থিতিতে, যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি ব্যবহার একটি অতিরিক্ত প্রতিক্রিয়া এবং আন্তর্জাতিক রীতিনীতির গুরুতর লঙ্ঘন’ বলেও চীনের বিবৃতিতে উল্লেখ করা হয়।

চীন দৃঢ়ভাবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বৈধ অধিকার এবং স্বার্থ রক্ষা করবে এবং আরও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে বলেও জানানো হয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে।

হাশিম/ঐশী

তথ্য ও ছবি- চায়না ডেইলি।