বর্ণাঢ্য সাংস্কৃতিক কার্যক্রম ও লোক পরিবেশনায় লণ্ঠন উৎসব উদযাপন
2023-02-05 17:32:08

ফেব্রুয়ারি ০৫, সিএমজি বাংলা ডেস্ক : চমকপ্রদ লণ্ঠন শো, লোক পরিবেশনা, অপেরা হাইলাইট, ভোজ, লাইট শো এবং অন্যান্য চিত্তাকর্ষক ইভেন্টের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে চীন জুড়ে উদযাপিত হচ্ছে ঐতিহ্যবাহী লণ্ঠন উৎসব। রোববার এ উৎসব উদযাপনের মধ্য দিয়ে শেষ হচ্ছে চীনাদের বসন্ত উৎসব ও খরগোশ বর্ষবরণের আনুষ্ঠানিকতা।  

লণ্ঠন উৎসবকে স্বাগত জানাতে রাজধানী বেইজিংয়ে ছিলো আড়ম্বরপূর্ণ আয়োজন। লাল লণ্ঠনে সাজানো হয় গোটা শহর। একই উপলক্ষে কেন্দ্রীয় প্রদেশ হেনানের খাইফং শহরের পার্ক, রাস্তা এবং ঐতিহাসিক নিদর্শনগুলোতে চকচকে লাইট শো'র আয়োজন করা হয়। আনন্দঘন উৎসবমুখর পরিবেশ উপভোগ করতে পর্যটকরা সেখানে ভিড় করেন।

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশের চিকং শহরে একটি দর্শনীয় লণ্ঠন মেলা চলছে, যেখানে অগণিত রঙিন আলোর কাঠামোর রূপরেখা দেখা যায়। এই চিকংয়ে লণ্ঠন তৈরির একটি দীর্ঘস্থায়ী ইতিহাসও আছে। 

উত্তর-পশ্চিম চীনের শানসি প্রদেশের একটি জাতীয়-স্তরের নৈসর্গিক পার্কে, পর্যটকরা চোখ ধাঁধানো সিংহ নৃত্য পরিবেশন এবং লোহার স্প্ল্যাশ শো উপভোগ করে।  উত্তর-পূর্ব চীনের হেইলংচিয়াং প্রদেশের বিখ্যাত "বরফের শহর" হারবিনে পর্যটকদের আনন্দ দিতে লণ্ঠন মেলার আয়োজন করা হয়। 

লণ্ঠন উৎসবকে কেন্দ্র করে, পূর্ব চীনের চিয়াংসু প্রদেশের থাইচৌ শহরে, লোক শিল্পীরা লোহার স্প্ল্যাশের একটি দর্শনীয় ঐতিহ্যবাহী শিল্প প্রদর্শনী করে, যা আতশবাজির মতো জ্বলে। এদিকে, পূর্ব চীনের শানতং প্রদেশের উপকূলীয় শহর ছিংতাওতে ড্রাগন নৃত্য, লণ্ঠন শো এবং লাইট শোসহ একাধিক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

একই দিনে দক্ষিণ-পশ্চিম চীনের কুইচো প্রদেশে ড্রাগন এবং সিংহের নৃত্যের তাল তালে একটি দুর্দান্ত আতশবাজি প্রদর্শন করা হয়েছে।  চীনা চান্দ্র নববর্ষের প্রথম মাসের ১৫তম দিনে লণ্ঠন উৎসব উদযাপিত হয়ে থাকে।

 

ঐশী/ হাশিম

তথ্য ও ছবি :  সিসিটিভি প্লাস