২০২৩ সালে চীনের অর্থনীতি আশাব্যঞ্জক: জেপি মরগানের চীনের প্রধান
2023-02-05 17:41:47

ফেব্রুয়ারি ৫: জেপি মরগানের চীনের সিইও মার্ক লেউং সম্প্রতি চায়না মিডিয়া গ্রুপে বিশেষ সাক্ষাত্কারে বলেন, বসন্ত উত্সবের সময় চীনে ভোগ খাতের দ্রুত প্রবৃদ্ধি চীনা অর্থনীতির শক্তিশালী উন্নয়নের প্রতীক। চীনে পুঁজি বিনিয়োগ করা এখন সঠিক সিদ্ধান্ত।

তিনি বলেন, ভোগের পাশাপাশি অবকাঠামো নির্মাণের অর্ডার, উত্পাদন শিল্প উন্নয়নের দিকে স্পষ্টভাবে বৃদ্ধি পাচ্ছে চীনের অর্থনীতি।

বিগত কয়েক বছরে মহামারির প্রাদুর্ভাব থাকলেও ভালোভাবে বৈদেশিক পুঁজি আকর্ষণ করছে চীন। মহামারি প্রতিরোধ নীতি বিন্যাসের সঙ্গে বিভিন্ন শিল্পে পুঁজি বিনিয়োগের সুযোগ আরো বাড়বে।

তিনি বলেন, চীনের অভ্যন্তরীণ ভোগ, খুচরা বিক্রি ও সেবা খাতের উন্নয়ন অন্য শিল্পকেও জোরদার করছে।

(শুয়েই/তৌহিদ/জিনিয়া)