বেইজিংয়ে শীতকালীন অলিম্পিকের প্রথম বার্ষিকী উদযাপন
2023-02-05 17:41:03

ফেব্রুয়ারি ৫, সিএমজি বাংলা ডেস্ক: বেইজিংয়ে অনুষ্ঠিত হয়েছে ২০২২ শীতকালীন অলিম্পিক গেমসের প্রথম বার্ষিকী । শনিবার বেইজিংয়ের  শৌকাং আইস হকি এরিনায় অনুষ্ঠিত হয় এর উদ্বোধনী অনুষ্ঠান।

বেইজিং ২০২২ শীতকালীন অলিম্পিকের খেলোয়াড় , স্বেচ্ছাসেবক, ভেন্যু ডিজাইনার এবং অপারেশন কর্মীরা অনুষ্ঠানে অলিম্পিক নিয়ে তাদের বিভিন্ন স্মৃতিচারণ করেন। 

উদ্বোধনী অনুষ্ঠানে বেইজিংয়ের মেয়র ইয়ান ইয়ং সবাইকে অভিনন্দন জানান এবং বক্তব্য রাখেন। তিনি বলেন , 'শীতকালীন অলিম্পিক চেতনাকে জনগণ আরও এগিয়ে নিয়ে যাবে।  দ্বৈত অলিম্পিক শহর বেইজিং নিজ শহরের উন্নয়নের পাশাপাশি আন্তর্জাতিক সহযোগিতাকে আরও গভীর করবে'।

আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সভাপতি থমাস বাচ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বলেন, 'চীন অতীতে গর্বের সাথে এবং ভবিষ্যতে আরও বেশি আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যাবে। বেইজিং অলিম্পিকের ইতিহাসে প্রথম শহর হয়ে উঠেছে যেটি অলিম্পিক গেমসের গ্রীষ্মকালীন এবং শীতকালীন উভয় সংস্করণের আয়োজন করেছে । অলিম্পিক ইতিহাসের এ মহান অধ্যায়টি লেখার জন্য আপনারা সকলেই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন'।

মিম/হাশিম

তথ্য ও ছবি- সিনহুয়া।