রোববারের আলাপন- শরীরচর্চার মাধ্যমে বসন্ত উৎসব কাটানো
2023-02-05 20:00:49

আকাশ: সুপ্রিয় শ্রোতা, সবাইকে স্বাগত জানাচ্ছি চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠানে। আপনাদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের সাপ্তাহিক আয়োজন ‘রোববারের আলাপন’। আপনাদের সঙ্গে আছি আমি আকাশ এবং....।


আকাশ: ভাই, আজ একটি বিশেষ দিন। আজ হচ্ছে ইউয়েন সিয়াও দিবস। আগের অনুষ্ঠানে আমরা বলেছি, মনে আছে কি? আজ চীনা পরিবারের সবাইকে একসঙ্গে ইউয়েন সিয়াও খেতে হয়। এবং এ বিশেষ খাবার পরিবারের সবাই একত্রিত হওয়া বা পুনর্মিলনের অর্থ প্রকাশ করে। আজ আমরা ক্যান্টিনে ইউয়েন সিয়াও খাবো, কেমন?

তৌহিদ:...


আকাশ: তৌহিদ ভাই, বসন্ত উত্সব আপনি কিভাবে কাটিয়েছেন? কোথায় কোথায় গিয়েছিলেন? অবশ্যই ঘরে মজার খাবার রান্না করে খেয়েছেন, তাইনা?

তৌহিদ:...

চীনে আপনার বসন্ত উত্সবের অভিজ্ঞতা আমাদের কিছু বলুন।

তৌহিদ:...


আমি সম্প্রতি একদিন শীতকালীন অলিম্পিক পার্কে গিয়েছিলাম। সেখানে একটি বড় লেক আছে। এ লেকের চারদিক দিয়ে দৌড়ানো আমার খুবই প্রিয়। দৌড়ানোর সময় আমি দেখেছি, অনেকে ওখানে আইস স্কেটিং  করেন। কারণ ও বড় লেকটি এখন বরফ হয়েছে। উপরে স্কেটিং করা যায়। ভাই, আমি জানি আপনিও কয়েকবার বরফের উপরে হেঁটেছেন এবং অনেক মজার পেয়েছেন। আমাদের ভাই বোনদের এমন সুযোগ আসলে নেই। তার সম্পর্কে তাদের কিছু বলতে পারবেন কি? তবে বন্ধুরা, শীতকালে বরফের উপরে হাঁটতে হলে সাবধানে হাঁটতে হবে। কারণ তা অনেক বিপজ্জনক।

তৌহিদ:...


আকাশ: বেইজিংয়ের সি ছা হাই লেকে, শীতকালে অনেকেও সাঁতার কাটেন। এ সম্পর্কে আপনার কি মনে হয়?

তৌহিদ:.. চীন, রাশিয়ায় এটা দেখেছি।


আমি ভাবছি, যে কোনো ধরনের খেলাধুলা বা শরীরচর্চা, প্রথমে, বেশি করা যাবে না, নিজের শরীরের অবস্থা অনুসারে যথাযথভাবে তা করতে হবে। যেমন, একজন বন্ধু যদি স্বাভাবিকভাবে কখনওই ‘শীতকালীন সাঁতার’ বা না-দৌড়ান, তাহলে তিনি হঠাত করে শীতকালে সাঁতার কাটবেন না বা ম্যারাথনে যোগ দেবেন না। এতে করে শরীরের ক্ষতি হতে পারে। তার উচিত প্রথমে একটি নিয়মিত শরীরচর্চার পরিকল্পনা করা, এ পরিকল্পনা অনুসারে, আস্তে আস্তে শরীরচর্চা করা। তৌহিদ ভাই, আপনি কি মনে করেন?

তৌহিদ:..


ভাই আমরা অনেক ধরনের খেলাধুলা নিয়ে কথা বলেছি আজ। আসলে বসন্ত উত্সবে, সারা দেশে লোকজন সুস্বাদু খাবার খাওয়া ছাড়া, অনেকে শরীরচর্চাও করেন। এর মাধ্যমে নতুন বছরকে স্বাগত জানান। এর সম্পর্কে আমরা বন্ধুদেরকে কিছু কথা জনাবো।


বসন্ত উত্সবের সময় চীনের উত্তরপূর্বাঞ্চলের তাপমাত্রা মাইনাস ৩৫  ডিগ্রি সেলসিয়াসের কম হয়। এত ঠান্ডা আবহাওয়া হলেও, বিভিন্ন অঞ্চলের স্কি রিসোর্টে মানুষ ভিড় করে। চি লিন শহরের একটি স্কি রিসোর্টের প্রধান জানান, ‘বসন্ত উত্সব ছুটির প্রথম কয়েকদিনে, প্রতিদিনে আমাদের স্কি মাঠে পাঁচ-ছয় হাজার মানুষ এসেছেন। এই সাত দিন ছুটির শেষ কয়েকটি দিনে, তা সাত বা আট হাজার জনে উন্নীত হবে বলে আমার মনে হয়।’


সেন ইয়ানের একটি স্কি মাঠের প্রধান জানান, এ বছরে স্কি মাঠে আসার মোট স্কি প্রেমীদের মধ্যে প্রায় ২৫ শতাংশ লোক ছিলেন প্রথমবার আগত মানুষ। এর পাশাপাশি তরুণ তরুণী স্কি প্রেমীদের পরিমাণও অনেক বাড়ছে। এখন বসন্ত উত্সবে স্কি করা ইতোমধ্যে একটি ফ্যাশনে পরিণত হয়েছে।


ইনার মঙ্গোলিয়ার তা রি হান উ লা সু মুতে উটের প্রতিযোগিতার আয়োজন করা হয়। একজন পশুপালক সাংবাদিককে বলেন, উট হলো আমাদের গাড়ি। উটে চড়ে বরফের ওপর প্রতিযোগিতা করা গাড়ি প্রতিযোগিতার চেয়েও উত্তেজনাময়!’


বসন্ত উত্সবের প্রথম দিন বা সু ইতে, চ্যচিয়াং প্রদেশের মাও নামক একটি গ্রামে ‘বসন্ত উত্সব গেমস’ আয়োজিত হয়। ইতোমধ্যে টানা দশ বছরেও বেশি সময় প্রতি বছর তা চলছে। ২০১৬ সালে, ওই গ্রামে চীনের প্রথম গ্রাম রক ক্লাইম্বিং পার্ক তৈরি হয়। এরপর রক ক্লাইম্বিং গ্রামটির বসন্ত উত্সব কৃষক গেমসের একটি সবচেয়ে জনপ্রিয় খেলায় পরিণত হয়। 


ভাই, চলুন তাহলে একদিন আমরাও বসন্ত উত্সবের গেমস আয়োজন করা সেই গ্রামে যাব, তাতে আমরা অংশগ্রহণ করব, কেমন?

তৌহিদ:


শরীরচর্চা বসন্ত উত্সবের একটি নতুন উদযাপন পদ্ধতিতে পরিণত হয়েছে। এ বিষয়টি আপনার কাছে কেমন লাগছে? শরীরচর্চার মাধ্যমে নতুন বছরকে স্বাগত জানানো অনেক অর্থপূর্ণ মনে হয়। আপনার কি ধারণা? 

তৌহিদ:

(আকাশ/তৌহিদ)