বিভিন্ন পর্যায়ের যোগাযোগ ও মতবিনিময় বজায় রাখা চীন-মার্কিন নেতৃবৃন্দের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত: চীনা মুখপাত্র
2023-02-04 19:04:22


ফেব্রুয়ারি ৪: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, বিভিন্ন পর্যায়ের যোগাযোগ ও মতবিনিময় বজায় রাখা চীন-মার্কিন নেতৃবৃন্দের বালি দ্বীপের বৈঠকে গৃহীত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। 


সম্প্রতি, অনিয়ন্ত্রিতভাবে চীনের একটি মানববিহীন আকাশযান মার্কিন আকাশে অনিচ্ছাকৃতভাবে প্রবেশ করে। এ বিষয়ে চীনা মুখপাত্র জানান, চীন ইতোমধ্যে এ ঘটনার তদন্ত করেছে এবং সংশ্লিষ্ট তথ্য যুক্তরাষ্ট্রকে জানিয়েছে। ওই আকাশযান হচ্ছে বেসামরিক কাজ যেমন- আবহাওয়া ও বৈজ্ঞানিক গবেষণায় ব্যবহৃত আকাশযান। পশ্চিমমুখী বাতাসের প্রভাবে আকাশযানটি তার নির্ধারিত রুট থেকে সরে যায়। ঘটনাটি খুব স্পষ্ট:যা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে সৃষ্ট দুর্ঘটনা। 


তিনি জানান, চীন বরাবরই কঠোরভাবে আন্তর্জাতিক আইন মেনে চলে এবং বিভিন্ন দেশের সার্বভৌমত্ব ও ভূখণ্ডের অখণ্ডতাকে সম্মান করে। চীন কখনওই অন্য সার্বভৌম দেশের ভূখণ্ড ও আকাশসীমা লঙ্ঘন করেনি, এমন ইচ্ছাও নেই। যুক্তরাষ্ট্রের কিছু রাজনীতিক ও গণমাধ্যম এ ঘটনাকে কাজে লাগিয়ে চীনের বিরুদ্ধে অপবাদ দিয়েছে এবং ভিত্তিহীন অভিযোগ করেছে। চীন এর দৃঢ় প্রতিবাদ করে। 


তিনি জানান, দু’দেশের কূটনীতিকদের অন্যতম দায়িত্ব হচ্ছে সুষ্ঠুভাবে দুপক্ষের সম্পর্ক ব্যবস্থাপনা করা। বিশেষ করে কিছু অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে মোকাবিলা করা। চীন-মার্কিন সফরের বিষয়ে দু’দেশ কোনো তথ্য প্রকাশ করে নি। এ বিষয়ে যুক্তরাষ্ট্র যা বলেছে, তা দেশটির নিজের ব্যাপার। চীন একে সম্মান জানায়।

(আকাশ/তৌহিদ/ফেইফেই)