জাপানের ‘কমফোর্ট ওমেন’ কর্মকাণ্ড ছিল গুরুতর মানবাধিকার বিরোধী অপরাধ
2023-02-04 19:24:57


ফেব্রুয়ারি ৪: গতকাল (শুক্রবার) বেইজিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং এক নিয়মিত সংবাদ সম্মেলনে জানান, জাপানের ‘কমফোর্ট ওমেন’ কর্মকাণ্ড ছিল গুরুতর মানবাধিকার বিরোধী অপরাধ। এর অনেক বাস্তব প্রমাণ আছে, যা অগ্রাহ্য করা যায় না। উল্লেখ্য, ১৯৩২ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত কোরিয়া, চীন ও অন্যান্য অধিকৃত দেশগুলির নারীদেরকে সামরিক যৌনদাসী হতে বাধ্য করেছিল জাপানি সেনারা।


তিনি জোর দিয়ে বলেন, জাপানকে তার আগ্রাসনের ইতিহাস গভীরভাবে পর্যালোচনা করতে হবে। জাপানের উচিত সুষ্ঠুভাবে যৌন নির্যাতনের অপরাধ-সহ নানা ঐতিহাসিক সমস্যা সমাধান করা ও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া। জাপানের উচিত বাস্তব কার্যক্রমের মাধ্যমে এশিয়ার দেশসমূহ ও আন্তর্জাতিক সমাজকে যথাযথ মনোভাব জানানো। 


(আকাশ/তৌহিদ/ফেইফেই)