লন্ঠন উৎসব গালার প্রযুক্তিগত উদ্ভাবনগুলোর হাইলাইট প্রকাশ সিএমজির
2023-02-04 18:35:53

ফেব্রুয়ারি ৪, সিএমজি বাংলা ডেস্ক: লন্ঠন উৎসব গালার প্রযুক্তিগত উদ্ভাবনগুলোর হাইলাইট প্রকাশ করেছে সিএমজি। গেল শুক্রবার লন্ঠন উৎসব উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই হাইলাইট প্রকাশ করে চায়না মিডিয়া গ্রুপ-সিএমজি।

অনুষ্ঠানটিতে সিএমজির ভাইস প্রেসিডেন্ট ওয়াং সিয়াওচেন অংশগ্রহন করেন। এ সময় সিএমজির সম্পাদকমণ্ডলীর সদস্য চিয়াং ওয়েনপু লন্ঠন উৎসব গালার প্রযুক্তিগত উদ্ভাবনগুলো সবার সামনে তুলে ধরেন।  

সংবাদ সম্মেলনে বলা হয়, সিএমজির প্রোগামটি টেলিভিশন, রেডিও ও অন্যান্য অনেক মাধ্যমে যেহেতু প্রচারিত হবে, তাই চিন্তা, শিল্প ও প্রযুক্তির সঠিক প্রয়োগের মাধ্যমে প্রোগ্রামটি সাজানো হয়েছে।

 

সম্মেলনে আরো বলা হয়, অগমেন্টেড রিয়ালিটির ভার্চুয়াল স্পেশাল ইফেক্ট, এক্সটেন্ডেড ভার্চুয়াল-রিয়াল ফিউশন প্রোডাকশন, স্টেরিও ভিডিও এবং থ্রি ডাইমেনশনাল কালার সাউন্ড প্রযুক্তি, ভিডিও এবং অডিও এবারের প্রোগ্রামে যোগ করেছে ভিন্ন মাত্রা। 

চীনের অবৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি পাওয়া চীনের ঐতিহ্যবাহী লোকজ কারুশিল্পও দেখতে পাওয়া যাবে লন্ঠন উৎসব গালায়।  

ফেব্রুয়ারির ৫ থেকে ২০ তারিখ পর্যন্ত ২০২৩ সালের লন্ঠন উৎসব গালা অনুষ্ঠান সিএমজির সব টিভি চ্যানেল, রেডিও এবং নতুন অন্যান্য মাধ্যমগুলোতে একসঙ্গে সম্প্রচারিত হবে। লন্ঠন উৎসবের এ অনুষ্ঠান চীনের প্রায় ৫০০ শহরের কালচারাল স্কয়ারগুলোতে ৮-কে আল্ট্রা হাই ডেফিনিশন স্ক্রীনেও দেখানো হবে বলে জানানো হয়।  

মামুন/ঐশী/হাশিম

তথ্য ও ছবি: সিজিটিএন/সিসিটিভি প্লাস।