চীন ও জাপানের পররাষ্ট্রমন্ত্রীদ্বয়ের ফোনালাপ অনুষ্ঠিত
2023-02-03 18:45:02

ফেব্রুয়ারি ৩: গতকাল (বৃহস্পতিবার) চীনের পররাষ্ট্রমন্ত্রী ছিন কাং জাপানের পররাষ্ট্রমন্ত্রী হায়াশি ইয়োশিমাছার সঙ্গে এক ফোনালাপে মিলিত হন।   

ফোনালাপে ছিন কাং বলেন, চীন ও জাপান পরস্পরের সুপ্রতিবেশী। শান্তিপূর্ণ সহাবস্থান ও বন্ধুত্বপূর্ণ সহযোগিতা দু’দেশের একমাত্র সঠিক বাছাই। দু’দেশের উচিত ইতিহাসের দিকে ফিরে তাকিয়ে, সঠিক দিকনির্দেশনায়, নতুন যুগে চীন-জাপান সম্পর্ক গঠনের জন্য যৌথ প্রচেষ্টা চালানো।

তিনি আরও বলেন, চীন জাপানের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদার করতে এবং চীন-জাপান কূটনৈতিক সম্পর্ককে সঠিক পথে এগিয়ে নিতে যেতে ইচ্ছুক। পাশাপাশি, চীন আশা করে, জাপান চীনকে সঠিকভাবে বুঝবে, ইতিহাস ও তাইওয়ান বিষয়ে নিজের প্রতিশ্রুতি পালন করবে, এবং সামরিক নিরাপত্তার প্রশ্নে যৌক্তিক সিদ্ধান্ত নেবে।

জবাবে জাপানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, উন্নয়ন ও সমৃদ্ধির জন্য তাঁর দেশ ও চীনের একে অপরকে প্রয়োজন। দুদেশের মধ্যে ব্যাপক সহযোগিতার সম্ভাবনা আছে। জাপান চীনের সঙ্গে, দু’দেশের শান্তিপূর্ণ ও বন্ধুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরের ৪৫তম বার্ষিকীর সুযোগ কাজে লাগিয়ে, দু’দেশের শীর্ষনেতাদের পৌঁছানো গুরুত্বপূর্ণ মতৈক্য বাস্তবায়ন করতে এবং বিভিন্ন ক্ষেত্রের সহযোগিতা জোরদার করতে ইচ্ছুক। (রুবি/আলিম/শিশির)