তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী’র সঙ্গে ছিন কাংয়ের ফোনালাপ
2023-02-03 17:04:02

ফেব্রুয়ারি ৩: গতকাল (বৃহস্পতিবার) চীনের পররাষ্ট্রমন্ত্রী ছিন কাং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভসোগলু’র সঙ্গে ফোনালাপ করেন।

ফোনালাপে ছিনকাং বলেন, চীন-তুরস্ক ভালো সম্পর্ক শুধু দুই দেশের জনগণের জন্যই কল্যাণকর নয়, বরং উন্নয়নশীল দেশগুলোর মধ্যে সংহতি ও সহযোগিতার দৃষ্টান্তও বটে। চীন তুরস্কের সঙ্গে দুই দেশের নেতৃবৃন্দের যৌথ সিদ্ধান্তসমূহ বাস্তবায়ন করতে, দ্বিপাক্ষিক সহযোগিতা এগিয়ে নিতে, এবং চীন-তুরস্ক সম্পর্ক আরও উন্নত করতে কাজ করে যেতে ইচ্ছুক।

তিনি বলেন, চীন তুরস্কের ‘এক-চীন নীতি’তে অটল থাকার প্রশংসা করে, নিজস্ব জাতীয় অবস্থার সাথে মানানসই উন্নয়নের পথ অনুসরণকে সমর্থন করে, জাতীয় সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় নেওয়া তুর্কী সরকারের পদক্ষেপ সমর্থন করে, এবং তুরস্কের অভ্যন্তরীণ বিষয়ে বাইরের হস্তক্ষেপের বিরোধিতা করে।

তিনি আরও বলেন, দুই পক্ষের উচিত আঞ্চলিক বিষয়ে যোগাযোগ জোরদার করা, জাতিসংঘসহ বিভিন্ন বহুপাক্ষিক মঞ্চে সমন্বয় বাড়ানো, এবং উন্নয়নশীল দেশগুলোর অভিন্ন স্বার্থ রক্ষায় একযোগে কাজ করে যাওয়া।

জবাবে কাভসোগলু বলেন, তুরস্ক চীনের সঙ্গে সম্পর্কের ওপর গুরুত্ব দেয়। চীনের সাথে দ্বিপক্ষীয় সংলাপের আলোচনা জোরদার করতে, আর্থ-বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রের সহযোগিতা গভীরতর করতে, আন্তর্জাতিক বিষয়ে সমন্বয় বাড়াতে, এবং দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়নকে এগিয়ে নিতে ইচ্ছুক তাঁর দেশ।

তিনি আরও বলেন, তুরস্ক আগের মতো ভবিষ্যতেও ‘একচীন নীতি’ মেনে চলবে এবং চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ থেকে বিরত থাকবে। (লিলি/আলিম/রুবি)