তাইওয়ান প্রণালীর দু’তীরের শান্তি ও স্থিতিশীলতা নষ্ট না-করতে যুক্তরাষ্ট্রকে চীনের তাগিদ
2023-02-03 13:54:57

ফেব্রুয়ারি ৩: তাইওয়ান প্রণালীর দু’তীরের শান্তি ও স্থিতিশীলতা নষ্ট না-করতে যুক্তরাষ্ট্রকে আবারও তাগিদ দিল চীন। মার্কিন কংগ্রেসের স্পিকার কেভিন ম্যাককার্থির সাম্প্রতিক এক মন্তব্যের জবাবে গতকাল (বৃহস্পতিবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং এ তাগিদ দেন। 

মুখপাত্র বলেন, বিশ্বে শুধুমাত্র একটি চীন আছে। আর তাইওয়ান চীনের অংশ। যুক্তরাষ্ট্রের উচিত ‘এক-চীননীতি’ এবং চীন-যুক্তরাষ্ট্র তিনটি যুক্ত ইস্তাহার মেনে চলা, আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক বিধি অনুসরণ করা, এবং সর্তকতার সাথে তাইওয়ান বিষয়ে কথা বলা ও কাজ করা। মনে রাখতে হবে, চীন দৃঢ়ভাবে দেশের স্বার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষা করবে।

উল্লেখ্য, সম্প্রতি মার্কিন স্পিকার কেভিন ম্যাককার্থি তাঁর সম্ভাব্য তাইওয়ান সফর সম্পর্কে বলেন, তিনি কখন কোথায় যবেন, তা নিয়ে কথা বলার অধিকার চীনের নেই।  (প্রেমা/আলিম/ছাই)