সিনচিয়াং নিয়ে যা-তা বলার অধিকার যুক্তরাষ্ট্রের নেই: চীনা মুখপাত্র
2023-02-03 18:46:37

 ফেব্রুয়ারি ৩: আজ (শুক্রবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বেইজিংয়ে এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে বলেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সাম্প্রতিক মন্তব্য বাস্তবতাবিরোধী, পক্ষপাতদুষ্ট, চীনের ধর্মীয় নীতির অপব্যাখ্যা এবং চীনের অভ্যন্তরীণ ব্যাপারে সরাসরি গুরুতর হস্তক্ষেপস্বরূপ। চীন এর দৃঢ় বিরোধিতা করে।

মাও নিং বলেন, চীন সরকার আইনানুগভাবে জনগণের ধর্মীয় স্বাধীনতা রক্ষা করে। বিভিন্ন জাতির জনগণ এখানে আইনানুগভাবে ধর্মীয় স্বাধীনতা উপভোগ করে। বর্তমানে চীনে বিভিন্ন ধর্মের অনুসারীর সংখ্যা ২০ কোটির বেশি। ধর্মীয় গুরুর সংখ্যা ৩ লাখ ৮০ হাজার। চীনের সিনচিয়াংয়ে রয়েছে ২৪ হাজারটি মসজিদ। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ৭৫ শতাংশ মুসলমান নিজেদেরকে সেখানে গুরুতর বৈষম্যের শিকার বলে মনে করে। এ অবস্থায় চীনকে নিয়ে, চীনের সিনচিয়াং নিয়ে যা-তা মন্তব্য করার অধিকার যুক্তরাষ্ট্রের নেই।

মাও নিং আরও বলেন, চীনের তথাকথিত গণহত্যা যুক্তরাষ্ট্রের তৈরি বহু পুরাতন গুজব। বর্তমানে সিনচিয়াংয়ে সামাজিক স্থিতিশীলতা, অর্থনৈতিক উন্নয়ন, জাতীয় ঐক্য, ধর্মীয় সম্প্রীতি বজায় রয়েছে। অঞ্চলটি প্রতিষ্ঠার পর বিগত ৬০ বছরে অঞ্চলটির জিডিপি ১৬০ গুণ বেড়েছে। উইগুর জাতির জনসংখ্যাও ২২ লাখ থেকে ১ কোটি ২০ লাখে উন্নীত হয়েছে। সিনচিয়াংয়ের গড় আয়ু ৩০ থেকে বেড়ে ৭৪.৭ হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতাবিষয়ক শীর্ষসম্মেলনে বলেন, যুক্তরাষ্ট্র ধমীয় স্বাধীনতা ব্যাপকভাবে লঙ্ঘনের জন্য ডজনখানেক দেশকে ‘বিশেষ নজরদারির’ তালিকায় অন্তর্ভুক্ত করেছে। চীনও এই তালিকায় আছে। (রুবি/আলিম/শিশির)