ষষ্ঠ চীন আন্তর্জাতিক আমদানি মেলার প্রদর্শকদের প্রথম ব্যাচের তালিকা প্রকাশিত
2023-02-03 16:35:05

ফেব্রুয়ারি ৩: আজ (শুক্রবার) ষষ্ঠ চীন আন্তর্জাতিক আমদানি মেলার প্রথম ব্যাচের প্রদর্শকদের নামতালিকা প্রকাশিত হয়। ২০৬টি কোম্পানির নাম এতে স্থান পায়।

মেলা ৪ থেকে ১০ নভেম্বর পর্যন্ত শাংহাই শহরে অনুষ্ঠিত হবে। বর্তমানে মেলার প্রস্তুতিমূলক কাজ চলছে। পাঁচ শতাধিক কোম্পানি মেলায় অংশগ্রহণ করতে চুক্তি স্বাক্ষর করেছে। এবার মেলার প্রদর্শনীস্থলের আয়তন হবে ২ লাখ বর্গমিটারের বেশী।

এবারের মেলা মাঝারি ও ছোট কোম্পানিগুলোর জন্য নতুন সুযোগ সৃষ্টি করবে বলে আশা করা হচ্ছে। নিম্ন কার্বন ও পরিবেশ সংরক্ষণ প্রযুক্তি, এআই, শস্যবীজসহ বিভিন্ন পণ্যের বিশেষ প্রদর্শন-এলাকা স্থাপন করা যাবে মেলায়। মেলায় খাদ্য ও কৃষিপণ্য, গাড়ি, প্রযুক্তি ও সরঞ্জাম, ভোগ্যপণ্য, চিকিত্সা সরঞ্জাম, ও পরিষেবা বাণিজ্য—এই  ছয়টি অংশ থাকবে।

মেলা উপলক্ষ্যে চীনের বিভিন্ন জায়গায় প্রচার অনুষ্ঠান আয়োজন করা হবে। এবার মেলার মান ও সেবা আগের তুলনায় অধিক উন্নত হবে বলে জানা গেছে। (শিশির/আলিম/রুবি)