সিনচিয়াং থিয়ানশান পর্বতের পাদদেশে বরফ ও তুষার ক্রীড়া
2023-02-03 18:06:59

ফেব্রুয়ারি ৩: ২০১৯ সালে জাতীয় স্কিইং দল থেকে অবসর নেওয়ার পর, সুই শিউ চিউয়ান স্কিইং জনপ্রিয় করতে সিনচিয়াং যান।  সেখানে তিনি থিয়ানশান পর্বতের পাদদেশে বরফ ও তুষার ক্রীড়ার প্রতি তার ভালোবাসা স্থানীয় কিশোর-কিশোরীদের মাঝে ছড়িয়ে দেন।

৩৩ বছর বয়সী সিউ শিউ চিউয়ান চীনের পক্ষে অনেক বড় মাপের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন এবং চমত্কার ফলাফল অর্জন করেছেন। তিনি চীনের জাতীয় দলে প্রথমে ক্রীড়াবিদ হিসেবে যোগ দেন এবং পরে কোচ হন।

অবসর নেওয়ার পর, সিউ শিউ চিউয়ান তার নিজ শহর হারবিনে ফিরে না-গিয়ে সিনচিয়াংয়ে গিয়ে স্থানীয় কিশোর-কিশোরীদের মধ্যে বরফ ও তুষার ক্রীড়া জনপ্রিয় করার সিদ্ধান্ত নেন। সিনচিয়াং-এর ভালো তুষার, ভালো বায়ু এবং ভালো আবহাওয়া রয়েছে, যা স্কিইং-এর জন্য উপযোগী। এ কারণেই সুই শিউ চিউয়ান সিনচিয়াংকে বেছে নেন।

বর্তমানে সুই শিউ চিউয়ান হলেন সিনচিয়াং পাইইউন  আন্তর্জাতিক স্কি রিসোর্টের প্রধান প্রশিক্ষক এবং তিনি পাইইউন স্কি স্কুলও খুলেছেন। তিনি নিয়মিত স্কি রিসোর্টে বিনামূল্যে গণক্লাসের আয়োজন করেন এবং স্থানীয় স্কুলের বাচ্চাদের স্কি শেখান।

সাম্প্রতিক বছরগুলিতে, সুই শিউ চিউয়ানের প্রচেষ্টায়, স্থানীয় জনগণ বরফ ও তুষার ক্রীড়াকে ভালোবাসতে শিখেছে। “এটা ৩০ কোটি মানুষকে বরফ ও তুষার ক্রীড়ার সাথে সংশ্লিষ্ট করার উদ্যোগের সুফল এবং বেইজিং শীতকালীন অলিম্পিকের আমাদের জন্য রেখে যাওয়া একটি বিশাল সম্পদ।" সুই শিউ চিউয়ান বলেন।

বেলস মুলতি ছিলেন জু সিউজুয়ানের ছাত্র, এবং এখন তিনি পাইইউন আন্তর্জাতিক স্কি রিসোর্টে স্কি প্রশিক্ষক হয়েছেন। তিনি তার শিক্ষকের সাথে স্কিইং প্রচারের জন্য কাজ করছেন।

(ইয়াং/আলিম/ছাই)