দেশের অভ্যন্তরীণ ব্যাপারে মার্কিন হস্তক্ষেপের সমালোচনা করলেন হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী
2023-02-03 16:56:57

ফেব্রুয়ারি ৩: নিজের দেশের অভ্যন্তরীণ ব্যাপারে মার্কিন হস্তক্ষেপের কড়া সমালোচনা করেছেন হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী সিজার্তো সিজার। রাশিয়া-ইউক্রেন সংঘর্ষে হাঙ্গেরি পুতিনকে সমর্থন করছে মর্মে হাঙ্গেরিতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের এক সাম্প্রতিক মন্তব্যের প্রতিক্রিয়ায় তিনি গতকাল (বৃহস্পতিবার) উক্ত সমালোচনা করেন।

তিনি বলেন, মার্কিন রাষ্ট্রদূতের বক্তব্য হাঙ্গেরির অভ্যন্তরীণ ব্যাপারে সরাসরি হস্তক্ষেপের সামিল, যা অগ্রহণযোগ্য। হাঙ্গেরির সরকারের নীতির সমালোচনা করে মার্কিন রাষ্ট্রদূত দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নত করতে পারবেন না।

তিনি আরও বলেন, হাঙ্গেরি একটি স্বাধীন ও সার্বভৌম দেশ। বিদেশী সরকারি কর্মকর্তারা হাঙ্গেরিকে কীভাবে কাজ করতে হবে, তা বলতে পারেন না, সে অধিকার তাদের নেই।  (শিশির/আলিম/রুবি)