সিএমজি’র ‘লণ্ঠন উত্সব গালা’য় বিভিন্ন আধুনিক প্রযুক্তির ব্যবহার দেখা যাবে
2023-02-03 15:42:01

ফেবুয়ারি ৩: চায়না মিডিয়া্ গ্রুপ (সিএমজি)-র ‘লণ্ঠন উত্সব গালা’ প্রচারিত হবে আগামী ৫ ফেব্রুয়ারি। গালায় বিভিন্ন আধুনিক প্রযুক্তির ব্যবহার দেখা যাবে। আজ (শুক্রবার) বেইজিংয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। ব্রিফিংয়ে সিএমজি’র মহাপরিচালক ওয়াং সিয়াও চেন উপস্থিত ছিলেন।

সিএমজি’র সম্পাদকীয় বোর্ডের সদস্য চিয়াং ওয়েন পো ব্রিফিংয়ে বলেন, গালায় আধুনিক প্রযুক্তির ব্যবহারের পাশাপাশি সুন্দর শিল্প ও উত্কৃষ্ট নির্মাণশৈলীর প্রতিফলন ঘটবে। বিভিন্ন আধুনিক প্রযুক্তির ব্যবহার অনুষ্ঠানকে করবে আরও আকর্ষণীয় ও শ্রুতিমধুর।

সিএমজি’র শিল্পানুষ্ঠান কেন্দ্রের কর্মকর্তা সু ওয়েন কুয়াং ব্রিফিংয়ে বলেন, এবারের গালায় সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটবে। এতে থাকবে লোকসংগীত, অপেরা, ছন্দময় জিমন্যাস্টিকসসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা। সমৃদ্ধ ও বর্ণাঢ্য গালা অনুষ্ঠান লণ্ঠন উত্সবের আনন্দকে বহুগুণ বাড়িয়ে দেবে বলে আশা করা যায়। (রুবি/আলিম/শিশির)