ডা. শুভ দাশের সাক্ষাৎকার
2023-02-03 10:51:58

 আজকের ‘ঊর্মির বৈঠকখানা’-য় আমার সঙ্গে যোগ দিচ্ছেন ডা. শুভ দাশ। তিনি ২০১১ সালে বাংলাদেশের চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন এবং পরবর্তীতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে Genetic Engineering and Biotechnology বিষয়ে এমফিল করেন।  তিনি Molecular Biology ও Modern Laboratory Management এর উপর দেশ-বিদেশের বিভিন্ন প্রশিক্ষণে অংশ নিয়েছেন। ২০২১ সালে চীন সরকারের একটি অনলাইন প্রশিক্ষণেও তিনি অংশগ্রহণ করেন।  দেশী-বিদেশী অনেক জার্নালে তাঁর বেশ কয়েকটি মৌলিক গবেষণাকর্ম প্রকাশিত হয়েছে।

ডা. শুভ দাশ বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগে শিক্ষক হিসেবে নিয়োজিত আছেন। বিশ্বব্যাপী করোনা মহামারী শুরুর পর এই কলেজে 'কোভিড সনাক্তকরণ ল্যাব' স্থাপনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের সাথে সাথে উক্ত ল্যাবের চিকিৎসক ও মেডিকেল ট্যাকনোলজিস্টদের করোনা সনাক্তকরণের প্রশিক্ষক হিসেবেও নিযুক্ত ছিলেন এবং এখনো আছেন।

মেডিকেল ছাত্রাবস্থা থেকেই তিনি বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত। পাশাপাশি জনস্বাস্থ্যবিষয়ক বিভিন্ন ম্যাগাজিনে লেখালেখি করেছেন। তো, চলুন কথা বলি তাঁর সঙ্গে।