‘চলতি বাণিজ্য’
2023-02-03 19:58:16

চীন ও চীনের বাইরের দুনিয়ার ‘ব্যবসা-অর্থনীতি-বানিজ্যের হালচাল নিয়ে সাপ্তাহিক অনুষ্ঠান

‘চলতি বাণিজ্য’

 

চলতি বাণিজ্যের ৩য় পর্বে যা থাকছে:

১. অর্থনীতি গতিশীল করতে দীর্ঘমেয়াদী প্রকল্প হাতে নিয়েছে চীন

২. সংযুক্ত আরব আমিরাতে রেল সেবা দিচ্ছে চীনের সিআরআরসি

৩. চীনা ঐতিহ্যের সঙ্হে মিল রেখে ‘চায়না ছুয়ান-জু-দে’র নানা উদ্ভাবন

 

অর্থনীতি গতিশীল করতে দীর্ঘমেয়াদী প্রকল্প হাতে নিয়েছে চীন

সাজিদ রাজু, চীন আন্তর্জাতিক বেতার: অর্থনীতিতে গতি ফেরাতে এবং কোভিড-১৯ এর সময়কালের আর্থিক ক্ষতি পুষিয়ে নিতে অভ্যন্তরীণ বিনিয়োগের এক দীর্ঘমেয়াদী প্রকল্প হাতে নিয়েয়ে চীন সরকার। বিভিন্ন প্রদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণ করতে নেওয়া হয়েছে নতুন নতুন প্রকল্প। এমনই দুটি প্রদেশ দক্ষিণাঞ্চলীয় শানসি এবং মধ্যচীনের হেনান। শানসি প্রদেশে নতুন করে নেওয়া প্রায় ৮শ’ প্রকল্পে বিনিয়োগ করা হচ্ছে সাড়ে ৫শ’ বিলিয়ন ইউয়ান। অন্যদিকে হেনান প্রদেশে নেওয়া ১ হাজার প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ১ দশমিক ৬ ট্রিলিয়ন ইউয়ান।

                                             


উৎপাদন ও কর্মসংস্থানের জন্য খ্যাতি আছে চীনের মধ্যাঞ্চলীয় প্রদেশ হেনানের। উৎপাদনে গতি আনতে এবং অর্থনৈতিক কার্যক্রমকে আরো গতিশীল করতে নানা পদক্ষেপ নিয়েছে চীন।

 

হেনান প্রদেশে সম্প্রতি নেওয়া হয়েছে ১ হাজারটি নতুন প্রকল্প। এসব প্রকল্পে খরচ করা হবে ১ দশমিক ৬ ট্রিলিয়ন ইউয়ান বা ২৪০ বিলিয়ন মার্কিন ডলার অর্থ। এই প্রদেশের অর্থনৈতিক উন্নয়ন ঘটাতে নতুন করে ঢেলে সাজানো হচ্ছে এই খাত।  



 

নতুন করে ১ হাজার ২৭১টি প্রকল্প হাতে নেওয়া হয়েছে, এসব প্রকল্পের মধ্যে ৬১১টি প্রকল্প নতুন করে সাক্ষর করা হয়েছে। এসব প্রকল্প সফল করতে এবং প্রদেশের উৎপাদন হার ঠিক রাখতে উদ্যোক্তা ও প্রতিষ্ঠানগুলোকে নানাভাবে সহযোগিতা দেওয়া হচ্ছে বলে জানায় কর্তৃপক্ষ। (হেনান প্রদেশের উন্নয়ন ও সংস্কার কমিশনের উপ-পরিচালক লি ইংওয়ে জানান, যে কোন মূল্যে পরিকল্পনা বাস্তবায়ন করবেন তারা।)


লি ইংওয়ে, উপ-পরিচালক, হেনান প্রদেশ উন্নয়ন ও সংস্কার কমিশন

 

“উন্নত ও আধুনিক উৎপাদন খাত, কৌশলগতভাবে অগ্রসরমান শিল্প, আধুনিক সেবা সম্পর্কিত শিল্প, ডিজিটাল অর্থনীতি এবং মানুষের জীবনমান উন্নয়ন করার সঙ্গে সম্পর্কিত শিল্পের মতো গুরুত্বপূর্ণ প্রকল্পগুলোতে আমরা অগ্রাধীকার দিয়ে ক্রমাগত কাজ করে যাচ্ছি। অদূর ভবিষ্যতে আরো বিনিয়োগ আনা এবং দীর্ঘ মেয়াদী প্রভাব তৈরির লক্ষ্যে এসব প্রকল্প দ্রুত বাস্তবায়নে আমরা আমাদের সর্বাত্বক প্রচেষ্টা চালাবো।“

 


এদিকে, নতুন বছরে ৭৯৫টি নতুন প্রকল্প নিয়ে এসেছে চীনের দক্ষিণাঞ্চলীয় শানসি প্রদেশ। এসবপ্রকল্পে ব্যয় হবে ৫৬৫ বিলিয়ন ইউয়ানের বেশি অর্থ।

করোনা পরবর্তী সময় অর্থনীতিকে চাঙ্গা করতে নতুন উদ্যোমে কাজ শুরু করেছে চীন সরকার। বিভিন্ন প্রদেশে নেওয়া হয়েছে নানামুখী প্রকল্প।

রাষ্ট্রীয় পর্যায় থেকে বিনিয়োগ উৎসাহিত করা হচ্ছে বিভিন্ন প্রদেশে। এমনই এক প্রদেশ চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শানসি। শানসির প্রশাসন নতুন বছরে হাতে নিয়েছে ৫৬৪ দশমিক ৬ বিলিয়ন ইউয়ান বা ৮৩ বিলিয়ন মার্কিন ডলারের ৭৯৫টি প্রকল্প। এসব প্রকল্প নেওয়ার ফলে এই বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে আগের বছরের চেয়ে ২৬ শতাংশ বেশি। 


বিশেষ করে চীনের নতুন বছরের ছুটি উদযাপন শেষেই এসব প্রকল্পের কাজ শুরু হয়েছে এই প্রদেশে। প্রকল্পের কাজ দেখভাল করছে প্রাদেশিক ও মিউনিসিপ্যাল কর্তৃপক্ষ।

কৃষিপণ্য উৎপাদনের মানোন্নয়ন, কৌশলগত পণ্য উৎপাদনের সক্ষমতা বাড়ানোই এসব বিনিয়োগের লক্ষ্য বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এর পাশাপাশি এই প্রদেশের প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি ও উদ্ভাবনকে গতিশীল করা হবে এই প্রকল্পের মাধ্যমে।


শানসি প্রদেশের উন্নয়ন ও সংস্কার কমিশন বলছে, ২০২৩ সালে প্রদেশে অন্তত সাড়ে ৪ হাজার অবকাঠোমো নির্মাণ কাজ সম্পন্ন করা হবে। এসব প্রকল্পে ব্যয় হবে ৫ দশমিক ৪৬ ট্রিলিয়ন ইউয়ান বা ৮০৫ বিলিয়ন মার্কিন ডলার।

প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে প্রাধান্য দেওয়া হবে জ্বালানী ও রাসায়নিক শিল্প, উদ্ভাবন বিষয়ক শিল্প এবং ইন্টিগ্রেটেড সার্কিট বা আইসি শিল্পকে।

 

ভিনদেশে চীন:

সংযুক্ত আরব আমিরাতে রেল সেবা দিচ্ছে চীনের সিআরআরসি

সাজিদ রাজু, চীন আন্তর্জাতিক বেতার: সংযুক্ত আরব আমিরাতে রেল যোগাযোগ অবকাঠামো গড়ে তুলছে চীন। চীনের রাষ্ট্রীয় সংস্থা সিআরআরসি ছিংতাও সিফাং কোম্পানি লিমিটেডের ভর্তুকি প্রতিষ্ঠান চায়না রেলওয়ে রোলিংস্টক কর্পোরেশন এই প্রকল্প বাস্তবায়ন করছে। এই প্রকল্পের মাধ্যমে দেশটিতে চালু হতে যাচ্ছে ২শ’ কিলোমিটার গতির প্রথম ডিজেল মাল্টিপল ইউনিট বা ডিএমই যাত্রীবাহী ট্রেন।



চীনের শানতোং প্রদেশের রাষ্ট্রীয় সংস্থা সিআরআরসি ছিংতাও সিফাং কোম্পানি লিমিটেড। চায়না রেলওয়ে রোলিংস্টক কর্পোরেশনের ভর্তুকি প্রতিষ্ঠান বাস্তবায়ন করবে পুরো প্রকল্পের কাজ। সরবরাহ করা হবে ডিজেল চালিত যাত্রীবাহী ট্রেন।

এরইমধ্যে চায়না রেলওয়ে রোলিংস্টক কর্পোরেশনের সঙ্গে একটি চুক্তিও সাক্ষর করেছে ইতিহাদ রেল অব ইউনাইটেড আরব আমিরাত। সম্প্রতি দুই দেশের এই দুই প্রতিষ্ঠান চুক্তি সই করে।


ডিজেল মাল্টিপল ইউনিট বা ডিএমই যাত্রীবাহী ট্রেনটি তৈরি করা হচ্ছে চীনেই। সিআরআরসি ছিংতাও সিফাং জানায়, সংযুক্ত আরব আমিরাতে যাত্রী পরিবহনের এক মাইলফলক হিসেবে দেখা হচ্ছে এই প্রকল্পকে।

চায়না রেলওয়ে রোলিংস্টক কর্পোরেশন চীনের রাজধানী বেইজিংভিত্তিক একটি কোম্পানি। সংখ্যা বা উৎপাদনের দিক দিয়ে এটি চীনের সবচেয়ে বড় রেলওয়ে ইঞ্জিন তৈরির প্রতিষ্ঠান। অন্যদিকে ইতিহাদ রেল অব ইউনাইটেড আরব আমিরাত হলো দেশটির রেলসেবাদানকারী ও উন্নয়নকারী প্রতিষ্ঠান।

চুক্তির আওতায় সংযুক্ত আরব আমিরাতকে মোট ৩টি ডিএমইউ ধরনের যাত্রীবাহী ট্রেন সরবরাহ করবে চীনা কোম্পানিটি। এই ৩টি ট্রেনের প্রতিটির গতি হবে ঘণ্টায় ২শ’ কিলোমিটার। অন্যদিকে চুক্তি অনুযায়ী চীন থেকে আরো ২০টি যাত্রীবাহী ট্রেন কিনবে সংযুক্ত আরব আমিরাত। চালু করার পর থেকে ১৫ বছর পর্যন্ত এসব ট্রেনের ব্যবস্থাপনা সেবা দেবে চীনের এই কোম্পানি।

সংযুক্ত আরব আমিরাতে সরবরাহ করা এই ট্রেন হতে যাচ্ছে বিশ্বের সর্বোচ্চ গতির ডিজেল মাল্টিপল ইউনিট বা ডিএমই ট্রেন।

সিআরআরসি ছিয়াংতোং সিফাং জানিয়েছে, আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও উন্নত প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে প্রতিটি ট্রেন। সংযুক্ত আরব আমিরাতের মতো মরুভূমি অঞ্চলের উষ্ণ আবহাওয়া ও বালুকাময় এলাকায় চলার উপযোগী এই ট্রেন।

প্রতিটি ট্রেনে প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণীর আসন এবং পরিবার-পরিজন নিয়ে সফরের জন্য আছে ফ্যামিলি জোন। থাকবে ওয়াইফাই সেবা, শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থাসহ যাত্রীদের জন্য থাকবে অত্যাধুনিক সব সেবা। আগামী ২০২৫ সাল নাগাদ সংযুক্ত আরব আমিরাতে চালু হবে এই যাত্রীবাহী ট্রেন।

 

কোম্পানি প্রোফাইল:

চীনা ঐতিহ্যের সঙ্হে মিল রেখে ‘চায়না ছুয়ান-জু-দে’র নানা উদ্ভাবন 

সাজিদ রাজু, চীন আন্তর্জাতিক বেতার: চলতি বছর বসন্ত উৎসবে নতুন রূপে কার্যক্রম শুরু করেছে চীনা ক্যাটারিং সেবাদানকারী প্রতিষ্ঠান ‘চায়না ছুয়ান-জু-দে গ্রুপ। চীনা ঐতিহ্যের সঙ্হে মিল রেখে নতুন করে যাত্রা শুরু করেছে প্রতিষ্ঠানটি।

চীনে হাঁসের মাংসের রোস্ট তৈরির চেইন রেস্টুরেন্ট ‘ছুয়ান-জু-দে’। পুরো নাম চায়না ছুয়ান-জু-দে গ্রুপ। চীনের বিভিন্ন প্রদেশের শহরে শহরে ছড়িয়ে আছে এই কোম্পনিটির কার্যক্রম। ভিন্ন রকম রেসিপি আর পরিবেশনার ধরনের কারণে সুনামও খুব।

তবে এবারের বসন্ত উৎসবে ভিন্ন আঙ্গিকে সামনে এসেছে এই ক্যাটারিং সেবাদানকারী প্রতিষ্ঠানটির নাম। আর তা হলো, সদ্য বিদায় নেওয়া চীনা নববর্ষের চেতনায় নতুন রূপে প্রতিষ্ঠানটির অগ্রযাত্রা।

নববর্ষে গোলাপ ফুল দিয়ে ভালোবাসার আবেশে সেজে ওঠে রেস্টুরেন্টটি। চীনা ঐতিহ্যের পোশাক বা হানফু পরে ক্রেতাদের খাবার পরিবেশও ছিলো চোখে পড়ার মতো। কেবল তাই নয়, অনেক ক্রেতার জন্য ছিলো হানফু পরে খাবার গ্রহণ এবং ছবি তোলার সুযোগ।

বসন্ত উৎসবের পুরোটা সময় জুড়ে ক্রেতা আকর্ষণের এমন সব কার্যক্রম ছিলো এই রেস্টুরেন্টে। এ সম্পর্কে প্রতিষ্ঠানটির পার্টি চিফ এবং পরিচালনা পর্ষদের পরিচালক ছৌ ইয়ানলং জানান, করোনা মহামারির পরে ক্যাটারিং শিল্পে যে নতুন ধরনের চাহিদা তৈরি হয়েছে তা পূরণ করতেই নানা রকম উদ্ভাবনী ধারনা নিয়ে এগিয়ে এসেছেন তারা।