৬ ফেব্রুয়ারি থেকে হংকং ও ম্যাকাওয়ের সাথে চীনের মূল ভূভাগের যাতায়াত হবে অবাধ
2023-02-03 16:12:12

ফেব্রুয়ারি ৩:  আগামী ৬ ফেব্রুয়ারি থেকে হংকং ও ম্যাকাওয়ের সাথে চীনের মূল ভূভাগের যাতায়াত-ব্যবস্থা হবে মোটামুটি অবাধ। তখন থেকে এই দুটি বিশেষ অঞ্চল থেকে মূল ভূভাগে প্রবেশ করলে কাউকে ৭ দিনের কোয়ারিন্টিনে থাকতে হবে না। আজ (শুক্রবার) চীনের রাষ্ট্রীয় পরিষদের যৌথ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ ব্যবস্থা কর্তৃক প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুসারে, হংকং ও ম্যাকাও থেকে মূল ভূভাগে প্রবেশকারীদের যদি ৭ দিন আগ পর্যন্ত বিদেশভ্রমণের কোনো রেকর্ড না-থাকে, তবে তাঁদের কোনো পিসিআর টেস্টও করতে হবে না। তবে, ৭ দিনের মধ্যে বিদেশে যাওয়ার রেকর্ড থাকলে, ৪৮ ঘন্টা আগে করা পিসিআর টেস্টে নেগেটিভ রেজাল্ট থাকতে হবে। আর মূল ভূভাগে প্রবেশের সময় যদি কেউ জ্বরে আক্রান্ত হয়, তবে তাকে নিজের বাসায় বা হাসপাতালে চিকিত্সা নিতে হবে।

এ ছাড়া, ৬ ফেব্রুয়ারি থেকে হংকং ও ম্যাকাওয়ের সাথে মূল ভূভাগের সকল বন্দর খুলে দেওয়া হবে। রেলপথ, সড়কপথ, নৌপথ ও বিমানপথে স্বাভাবিকভাবে বিভিন্ন যানবাহন চলাচল করবে। (শিশির/আলিম/রুবি)