বাগদাদে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইরাকি প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর বৈঠক
2023-02-03 14:10:34

ফেব্রুয়ারি ৩: গতকাল (বৃহস্পতিবার) ইরাকের প্রেসিডেন্ট আব্দুল লতিফ রশিদ এবং প্রধানমন্ত্রী মুহাম্মাদ শিয়া এল সুদানী, রাজধানী বাগদাদে, সৌদি আরবের সফররত পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল-সৌদের সঙ্গে আলাদাভাবে বৈঠক করেন। এ সময় দু’পক্ষ, দু’দেশের সম্পর্ক উন্নয়ন ও সমন্বয় জোরদার করে, আঞ্চলিক পরিস্থিতি উন্নত করার ব্যাপারে একমত হয়।

এদিন ইরাক সরকার এক বিবৃতিতে জানায়, বৈঠকে প্রেসিডেন্ট রশিদ এই মর্মে আশা প্রকাশ করেন যে, দু’দেশ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা চালিয়ে যাবে এবং অভিন্ন আঞ্চলিক সমস্যা সমাধানে আলোচনা অব্যাহত রাখবে। জবাবে সৌদি পররাষ্ট্রমন্ত্রী  ফয়সাল বলেন, তাঁর দেশ ইরাকের সঙ্গে প্রাকৃতিক গ্যাসসহ অনেক খাতে সহযোগিতা জোরদার করতে চায়। 

(তুহিনা/আলিম/শিশির)