ন্যাটো মহাপরিচালকের চীন-সম্পর্কিত মন্তব্য সতর্কতার সাথে বিবেচনা করা উচিত: চীনা মুখপাত্র
2023-02-02 19:24:01

ফেব্রুয়ারি ২: ন্যাটো মহাসচিব ইয়েন্স স্টলটেনবার্গ, সম্প্রতি দক্ষিণ কোরিয়া ও জাপান সফরকালে, চীন সম্পর্কে যে-মন্তব্য করেছেন, তা সতর্কতার সাথে বিবেচনা করা উচিত। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং আজ (বৃহস্পতিবার) বেইজিংয়ে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন।

তিনি বলেন, চীন বিশ্বের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। ভূ-রাজনৈতিক প্রতিযোগিতায় চীন লিপ্ত নয় বা অন্য কোনো দেশের জন্য চ্যালেঞ্জ বা হুমকিও সৃষ্টি করছে না। অন্যদিকে, ন্যাটো ইউরোপের নিরাপত্তায় কী ভূমিকা পালন করেছে, তা গভীরভাবে চিন্তা করা উচিত। ইউরোপকে বিশৃঙ্খল করার পর, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল তথা গোটা বিশ্বকে বিশৃঙ্খল করার অপচেষ্টায় লিপ্ত ন্যাটো।

উল্লেখ্য, ন্যাটোর মহাসচিব দক্ষিণ কোরিয়া ও জাপান সফরকালে চীন সম্পর্কে আপত্তিকর ও ভিত্তিহীন মন্তব্য করেন। তিনি সেখানে তথাকথিত ‘চীনা হুমকি’র ভয় দেখান। (লিলি/আলিম/রুবি)