‘গোপন সুগন্ধি’
2023-02-02 10:48:25



আজকের অনুষ্ঠানে চীনের জনপ্রিয় একজন গায়কের সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো, তার নাম শা পাও লিয়াং।  তিনি ১৯৭২ সালে বেইজিংয়ে জন্মগ্রহণ করেন।  তিনি তার আবেগপূর্ণ ও গভীর কণ্ঠের জন্য পরিচিত। তার প্রেমের গান চীনে ব্যাপক জনপ্রিয় এবং অনেক সংগীত অ্যাওয়ার্ড পেয়েছেন। গায়কের পাশাপাশি তিনি একজন গীতিকার, অভিনেতা ও অ্যাক্রোব্যাট। বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমরা একসঙ্গে শা পাও লিয়াংয়ের কিছু সুন্দর গান শুনবো।  অনুষ্ঠানের শুরুতে শুনুন তার জনপ্রিয় একটি গান ‘ভাসা’।গান ১

 

শা পাও লিয়াং গায়ক হিসেবে সবচেয়ে বেশি পরিচিত। তবে তিনি কখনও পেশাদার সংগীত প্রশিক্ষণ নেননি। ছোটবেলায় তিনি খুব দুষ্টু ছিলেন। তাই ৮ বছর বয়সে তার বাবা মা তাকে অ্যাক্রোব্যাটিক্স স্কুলে ভর্তি করে দেন। তিনি খুব ভালোভাবে তা রপ্ত করেন।  ১৫ বছর বয়সে শা পাও লিয়াং চীনের পক্ষ থেকে ফ্রান্সে অ্যাক্রোব্যাটিক্স প্রতিযোগিতায় অংশ নেন এবং গোল্ডেন অ্যাওয়ার্ড অর্জন করেন। কিন্তু একটি পারফরমেন্সে তিনি গুরুতর আহত হন; এরপর আর অ্যাক্রোব্যাটিক্স পারফর্ম করতে পারেন না। এরপর শা পাও লিয়াং ব্রেক ডান্স শেখা শুরু করেন এবং চীনের প্রথম দফা ব্রেক ডান্সার হন। একবার একটি পারফরমেন্স গায়ক কোনো কারণে অনুপস্থিত ছিলেন, শা পাও লিয়াং তাকে প্রতিস্থাপন করে একটি গান গান এবং দর্শকরা তাতে ভালো সাড়া দেন। এখান থেকেই শুরু হয় তার শিল্পী জীবন।গান ২

 

১৯৯৩ সাল থেকে শা পাও লিয়াং গান গাইতে শুরু করেন। কোনো সংগীত কোম্পানিতে যোগ না-করে বলে তিনি প্রধানত বিভিন্ন বারে পারফর্ম করেন, তার অ্যালবাম প্রকাশের সুযোগও নেই। ১৯৯৫ সালে তিনি ‘আধুনিক’ সংগীতদলে যোগ করে প্রধান গায়কের ভূমিকা পালন করেন। নিজ গান গাওয়া ছাড়া এ সময়ে শা পাও লিয়াং নিজে গান রচনা শিখেছেন এবং অন্যান্য গায়কের জন্য অনেক গান রচনা করেছেন। বন্ধুরা, এখন শুনুন শা পাও লিয়াং চীনের জনপ্রিয় গায়িকা ইয়ে পেই’র জন্য রচিত একটি সুন্দর গান ‘আমি কে?’।গান ৩

 

শা পাও লিয়াংয়ের রচিত গানগুলো অনেক গায়ক ও প্রযোজকের প্রশংসা পায়। ২০০৩ সালে একজন সংগীত প্রযোজকের সুপারিশে শা পাও লিয়াং একটি জনপ্রিয় টিভি নাটক ‘চিন ফেন শি চিয়ার’ জন্য থিম সোং ‘আন সিয়াং’ বা ‘গোপন সুগন্ধি’ গেয়েছেন। টিভি নাটকটিতে একটি অভিজাত পরিবারের পতনের গল্প বলা হয়, যা চীনের সবচেয়ে জনপ্রিয় ও প্রভাবশালী একটি টিভি নাটক। একই সঙ্গে এর থিম সংও অনেক জনপ্রিয় হয়ে উঠেছে। শা পাও লিয়াংয়ের গভীর ও আবেগপূর্ণ কণ্ঠে সুন্দরভাবে গানটি প্রদর্শন করেন। গানটি চীনা সংগীত গণমাধ্যম অ্যাওয়ার্ডের শ্রেষ্ঠ গানের পুরস্কার পায়। এই গানের জন্য শা পাও লিয়াংও সবার কাছে পরিচিত হয়েছেন। যা তার প্রতিনিধিত্বকারী গানে পরিণত হয়েছে। বন্ধুরা, এখন শুনুন শা পাও লিয়াংয়ের এই জনপ্রিয় গান ‘গোপন সুগন্ধি’।গান ৪

 

একই বছর শা পাও লিয়াং নতুন অ্যালবাম প্রকাশ করেন এবং চীনের শ্রেষ্ঠ নতুন গায়ক ও সবচেয়ে জনপ্রিয় গায়কের পুরস্কার পান। তিনি রোমানিয়ান আন্তর্জাতিক সংগীত ফেস্টিভালে অংশ নিয়েছেন এবং গোল্ডেন অ্যাওয়ার্ড পেয়েছেন, আন্তর্জাতিক পপ সংগীত প্রতিযোগিতায় সর্বোচ্চ সম্মান অর্জন করার চীনা গায়ক হয়েছেন। ২০০৫ সালে তিনি বিখ্যাত সংগীতশিল্প সান পাও রচিত চীনের প্রথম মিউজিকাল ‘চিন শা’ বা ‘সোনালি বালিতে’ প্রধান চরিত্রে অভিনয় করেন। বন্ধুরা, এখন শুনুন ‘সোনালি বালি’ এই মিউজিক শোতে শা পাও লিয়াংয়ের গাওয়া একটি সুন্দর গান ‘আকাশের ওপর’।গান ৫

 

২০১০ সালের দিক থেকে শা পাও লিয়াং গান গাওয়ার পাশাপাশি বিভিন্ন কাজ করতে শুরু করেন। তিনি স্বাধীন সংগীত লেবেল প্রতিষ্ঠা করে প্রযোজকের কাজ করেন, অনেক সংগীত প্রতিযোগিতায় বিচারক হিসেবে অংশ নেন এবং অনেক চলচ্চিত্র ও টিভি নাটকে অভিনয় করেন। সেই সঙ্গে তার গানগুলো জনপ্রিয় হয় এবং পুরস্কারও পায়।  বন্ধুরা, এখন শুনুন ২০১০ সালে শা পাও লিয়াংয়ের বার্ষিক শ্রেষ্ঠ গান ‘অনামিকা আঙুল’।গান ৬

 

সাম্প্রতিক বছরগুলোতে শা পাও লিয়াং প্রধানত টিভি নাটকে অভিনয় করেন। তবে তার গানগুলো সবসময় জনপ্রিয়  বন্ধুরা, অনুষ্ঠানের শেষে আমরা একসঙ্গে শা পাও লিয়াংয়ের আরেকটি সুন্দর গান ‘প্রথম বিশ্বাস’ শুনবো। আশা করি আপনারা তার গানগুলো পছন্দ করবেন।গান ৭

 

বন্ধুরা, আজকের অনুষ্ঠান তাহলে এখানেই শেষ করছি। আশা করি, আমাদের অনুষ্ঠানে প্রচারিত গানগুলো আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন ও সুস্থ থাকুন। আবার কথা হবে। চাই চিয়ান।