ফেব্রুয়ারি ২, সিএমজি বাংলা ডেস্ক: প্রাকৃতিক সম্পদ বরফ তুষারকে ব্যবহার করে চীনের বিভিন্ন অঞ্চলে পর্যটন শিল্পকে চাঙা করা হচ্ছে। উত্তর চীনের হ্যপেই প্রদেশের সিংথাই সিটির থিয়ানহ্যশান সিনিক স্পট এখন তুষার ক্রীড়া প্রেমীদের প্রিয় পর্যটন স্পটে পরিণত হয়েছে।
বরফ ও তুষারের বিভিন্ন রাইড, স্কি, স্লেজ রাইডিং ইত্যাদিকে ব্যবহার করে টুরিস্ট স্পটগুলো পর্যটকদের নানা রকম আনন্দ উপভোগের সুযোগ দিচ্ছে। পর্যটকদের আগমনের ফলে চাঙা হচ্ছে স্থানীয় অর্থনীতি।
শান্তা/সাজিদ