এতদঞ্চলের দেশগুলোর উচিত যুক্তরাষ্ট্র সম্পর্কে সতর্ক থাকা: চীনা মুখপাত্র
2023-02-02 19:43:10

ফেব্রুয়ারি ২: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং আজ (বৃহস্পতিবার) বেইজিংয়ে এক প্রেস ব্রিফিংয়ে বলেন, এতদঞ্চলের দেশগুলোর উচিত যুক্তরাষ্ট্র সম্পর্কে সচেতন থাকা। সম্প্রতি স্বাক্ষরিত এক চুক্তির অধীনে. যুক্তরাষ্ট্রকে ফিলিপিন্স তার চারটি সামরিক ঘাঁটি ব্যবহার করতে দেওয়া প্রসঙ্গে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র নিজের স্বার্থে এতদঞ্চলে নিজের সামরিক শক্তি বাড়িয়ে চলেছে, যা আঞ্চলিক উত্তেজনা বাড়াচ্ছে এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতাকে বিপন্ন করে তুলছে। এই অঞ্চলের দেশগুলোর উচিত এ ব্যাপারে সতর্ক থাকা।

মুখপাত্র আরও বলেন, চীন মনে করে, বিভিন্ন দেশের মধ্যে প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা হওয়া উচিত আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য কল্যাণকর। এতে যেন তৃতীয় কোনো পক্ষ ক্ষতিগ্রস্ত না-হয় বা অনিরাপদ বোধ না-করে।  (লিলি/আলিম/রুবি)