সিনচিয়াং খনিজসম্পদে সমৃদ্ধ। এখানে ১২০ ধরনের খনিজ পদার্থ পাওয়া যায়। কয়লা, তেল, লোহা, ম্যাঙ্গানিজ, ক্রোমিয়াম, তামা, দস্তা, অ্যালুমিনিয়াম, নিকেল, সোনা, রৌপ্য, বেরিলিয়াম, লিথিয়াম, মাইকা, অ্যাসবেস্টস, গ্লাবারসলবণ, লবণ, চুনাপাথর, ইটকাদামাটি, প্রাকৃতিক সালফার, সোডিয়াম সল্টপেটার, ক্রিস্টাল, আইসল্যান্ড পাথর, রত্নপাথর, এগেট এবং জেড বিশেষভাবে উল্লেখযোগ্য। প্রাচীনকাল থেকে সিনচিয়াংয়ের জেড বিখ্যাত।
পানিসম্পদের এখানে খানিকটা অভাব আছে,যদিও এখানে ৫৭০টিরও বেশি ছোট-বড় নদী আছে। তবে এগুলোর বেশিরভাগের পানির উত্স পাহাড়ি বৃষ্টিপাত এবং গলিত আলপাইন হিমবাহ।
সিনচিয়াংয়ে বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ ২৪২.৯ বিলিয়ন ঘনমিটার, কিন্তু মোট বার্ষিক ভূপৃষ্ঠের বাষ্পীভবন ২২০ বিলিয়ন ঘনমিটারেরও বেশি। ভূপৃষ্ঠের জলের প্রবাহ প্রায় ৮৮ বিলিয়ন ঘনমিটার, এবং শোষণযোগ্য ভূগর্ভস্থ জল প্রায় ২৩ বিলিয়ন ঘনমিটার। জলবিদ্যুৎ সম্পদের তাত্ত্বিক মজুদের পরিমাণ ৩ কোটি ২৯ লাখ কিলোওয়াট, এর মধ্যে ৯০ লাখেরও বেশি কিলোওয়াট ব্যবহারযোগ্য। অঞ্চলটি বাতাসযুক্ত। নয়টি বায়ুসমৃদ্ধ অঞ্চলের সবগুলোতেই ব্যবহারযোগ্য বায়ুশক্তি রয়েছে। এখানে বায়ুশক্তির মজুদের পরিমাণ ১৫ কোটি ৯১ লাখ কিলোওয়াট।