ইউক্রেনে জীবাণু অস্ত্র নিয়ে মার্কিন তত্পরতার সাথে যুক্তরাষ্ট্রের বক্তব্যের মিল নেই: রুশ রাষ্ট্রদূত
2023-02-02 19:15:28

ফেব্রুয়ারি ২: ইউক্রেনে জীবাণু অস্ত্র নিয়ে মার্কিন তত্পরতার সাথে যুক্তরাষ্ট্রের সরকারি বক্তব্যের কোনো মিল নেই। গতকাল (বুধবার) যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আন্তোনভ এ অভিযোগ করেন।

আন্তোনভ বলেন, যুক্তরাষ্ট্র দাবি করছে যে, তারা ইউক্রেনে জীবাণু অস্ত্র নিয়ে কোনো গবেষণা চালায়নি। অথচ, রাশিয়ার বিশেষ সামরিক অভিযান শুরু হওয়ার পরপরই যুক্তরাষ্ট্র দ্রুত ইউক্রেনে তার সকল পরীক্ষাগার বন্ধও করে দেয় এবং এ কাজে সরাসরি সামরিক বাহিনী জড়িত ছিল।

আন্তোনভ আরও বলেন, বর্তমানে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের হাতে যথেষ্ট তথ্য-উপাত্ত আছে, যা প্রমাণ করে যে, মার্কিন সরকার জীবাণু অস্ত্র তৈরির ওপর অত্যন্ত গুরুত্ব দেয়। সংশ্লিষ্ট তথ্য অনুসারে, যুক্তরাষ্ট্র ইউক্রেনে তার জীবাণু অস্ত্র প্রকল্পের অসমাপ্ত অংশ বাস্তবায়ন করতে মধ্য-এশিয়া ও পূর্ব-ইউরোপের দেশগুলোর শরণাপন্ন হয়েছে। (লিলি/আলিম/রুবি)