সিনচিয়াংয়ে একটি অপেক্ষাকৃত সম্পূর্ণ শিল্পব্যবস্থা গড়ে উঠেছে। বর্তমানে ইস্পাত, তেল, কয়লা, বিদ্যুত্, যন্ত্রপাতি, ইলেকট্রনিক্স, রাসায়নিক শিল্প এবং বিল্ডিং উপকরণসহ বিভিন্ন ভারী শিল্প রয়েছে। সেই সঙ্গে, তুলা, উল, চিনি পরিশোধন, কাগজ তৈরি, এনামেল, কাচ, চামড়া, সিগারেটসহ বিভিন্ন হালকা শিল্পও রয়েছে। এখানে জাতিগত হস্তশিল্পের ধরনও বেশি। বিখ্যাত হালকা শিল্পগুলোর মধ্যে রয়েছে উইগুর ব্রোঞ্জের জিনিসপত্র, ব্রোঞ্জের ভাস্কর্য, জাতিগত বাদ্যযন্ত্র, হোতান কার্পেট এবং সিল্ক।